বাংলা নিউজ > বায়োস্কোপ > Panchami-Rajdeep Gupta: পঞ্চমী শেষ, আবেগঘন রাজদীপ ফিরে দেখলেন সফর, 'পার্ট ২ চাই' দাবি ভক্তদের

Panchami-Rajdeep Gupta: পঞ্চমী শেষ, আবেগঘন রাজদীপ ফিরে দেখলেন সফর, 'পার্ট ২ চাই' দাবি ভক্তদের

পঞ্চমী শেষ, আবেগঘন রাজদীপ ফিরে দেখলেন সফর

Panchami-Rajdeep Gupta: শেষ হল পঞ্চমী ধারাবাহিকের সফর। আর ধারাবাহিক শেষ হতেই মন খারাপ রাজদীপের। পোস্ট করলেন গোটা সফরের টুকরো টুকরো ছবির কোলাজ।

গত বছরের একদম শেষের দিকে পথ চলা শুরু হয় পঞ্চমীর। আট মাস পেরোতে না পেরোতেই থামল ধারাবাহিকের পথ চলা। নাগ, নাগিনীর কল্পিত কাহিনির উপর ভিত্তি করে এই ধারাবাহিকের শেষ সম্প্রচার রবিবার অর্থাৎ ২৭ অগস্ট হয়ে গেল। এখানে সুস্মিতা দে-কে নাম ভূমিকায় দেখা গিয়েছিল। সঙ্গে কিঞ্জলের চরিত্রে ছিলেন রাজদীপ গুপ্ত। যদিও বেশ কয়েক মাস আগেই তাঁর পার্ট শেষ হয়ে যায় এই ধারাবাহিকে তবুও শেষদিনে আবেগঘন হয়ে পড়লেন তিনিও।

রাজদীপ গুপ্ত ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে ওগো বধূ সুন্দরী ধারাবাহিক দিয়ে তাঁর কেরিয়ারের পথ চলা শুরু করেন। তবে তারপর তিনি মূলত সিনেমা এবং ওয়েব মাধ্যমে মন দেন। মাঝে মধ্যে দু একটি ধারাবাহিকে কাজ করেছেন। বহু বছর পর তিনি পঞ্চমী ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছিলেন। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর গোটা সফরের বিহাইন্ড দ্য সিনের একটি কোলাজ ভিডিয়ো পোস্ট করলেন।

আরও পড়ুন: হটকে লাভ স্টোরি বলতে জুটি বাঁধছেন খেয়ালি-অনুভব, ‘আলতাফড়িং’ এবার ‘মিলি’ হয়ে ধরা দিতে আসছে

সেই ভিডিয়োতে উঠে এল তাঁর এবং সুস্মিতার মিষ্টি বন্ধুত্বের ঝলক থেকে, একসঙ্গে হাসি মজার ছবি। বাদ গেল না শুটিংয়ের দৃশ্য থেকে শুটিংয়ের ফাঁকে দুষ্টুমি এবং মজার মুহূর্তও। মেকআপ ঘরের ঝলকের সঙ্গে তাঁরা শুটিংয়ের ফাঁকে কী কী করতেন সেটাও দেখানো হয়েছে এখানে।

আরও পড়ুন: 'হরগৌরীর মতো এটাও জনপ্রিয় হবে', লাভ বিয়ে আজকাল শুরুর আগেই আত্মবিশ্বাসী গোটা টিম!

এই ভিডিয়ো পোস্ট করে রাজদীপ লেখেন, 'সফর তো শেষ হয়ে গেল। চলুন ফিরে দেখা যাক।' তাঁর এই পোস্টে সুস্মিতা হৃদয়ের একটি ইমোজি পোস্ট করেছেন। আরও অনেক ভক্তরাই তাঁদের নানা মতামত জানিয়েছেন এখানে।

এক ব্যক্তি লেখেন, 'শেষটা জমলো না। তাড়াহুড়ো করে শেষ করা হল পুরো। মিললই না কিছু। পঞ্চমী ২ চাই।' আরেক ব্যক্তি লেখেন, 'কী ভাবলাম আর কী হল এটা!' অভিনেত্রী তথা পঞ্চমী ধারাবাহিকের চিত্রা ওরফে শিঞ্জিনীও এখানে কমেন্ট করেছেন। তিনি একাধিক ইমোজি দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করেন। কেউ কেউ লেখেন তাঁরা আবার একত্রে রাজদীপ, সুস্মিতা এবং শিঞ্জিনীকে দেখতে চান।

বন্ধ করুন