শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সিজন টু-তে অশনীরের স্থান নিয়েছেন অমিত জৈন। CarDekho.com-এর প্রতিষ্ঠাতা তিনি। গত বছর ভারতপে থেকে অশনীর গ্রোভারকে বহিষ্কার করা হয়। তার পরপরই সম্ভবত বিতর্ক এড়াতে অশনীরকে বাদ দেওয়া হয়। তাছাড়া অশনীর গ্রোভারের ঠোঁটকাটা মন্তব্যের জেরেও গত সিজনে প্রবল বিতর্ক হয়েছিল।
1/5শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সিজন ওয়ান-এর সকল 'শার্ক'দের আনফলো করে দিয়েছি। এমনটাই জানালেন প্রথম সিজনের অন্যতম জনপ্রিয় শার্ক অশনীর গ্রোভার। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5দ্য রনবীর শো-তে তিনি জানালেন, সিজন টু-তে যে তিনি আর ফিরবেন না, সেটা জানার পরেই এই কাজ করেন। সঙ্গে সঙ্গে তাঁদের আনফলো করে দেন। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Twitter)
3/5তিনি বলেন, এই শো এবং তাঁর জীবন যেন একেবারেই গুলিয়ে না যায়। অশনীরের কথায়, শো চলাকালীন সেটি তিনি যথেষ্ট উপভোগ করেছেন। কিন্তু আপাতত তিনি 'মুভ অন' করতে চান। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Twitter)