বাংলা নিউজ > বায়োস্কোপ > Ashneer Grover: শার্ক ট্যাঙ্ক সিজন টু দেখব না, বাকি শার্কদেরও আনফলো করে দিয়েছি

Ashneer Grover: শার্ক ট্যাঙ্ক সিজন টু দেখব না, বাকি শার্কদেরও আনফলো করে দিয়েছি

শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সিজন টু-তে অশনীরের স্থান নিয়েছেন অমিত জৈন। CarDekho.com-এর প্রতিষ্ঠাতা তিনি। গত বছর ভারতপে থেকে অশনীর গ্রোভারকে বহিষ্কার করা হয়। তার পরপরই সম্ভবত বিতর্ক এড়াতে অশনীরকে বাদ দেওয়া হয়। তাছাড়া অশনীর গ্রোভারের ঠোঁটকাটা মন্তব্যের জেরেও গত সিজনে প্রবল বিতর্ক হয়েছিল।

অন্য গ্যালারিগুলি