বাংলা নিউজ > বায়োস্কোপ > 'ব্রহ্মাস্ত্র'র সংলাপ নিয়ে অবিরাম ট্রোল! কী জবাব দিলেন অয়ন

'ব্রহ্মাস্ত্র'র সংলাপ নিয়ে অবিরাম ট্রোল! কী জবাব দিলেন অয়ন

অয়নের প্রিয় বন্ধু আলিয়া-রণবীর।

৯ সেপ্টেম্বর 'ব্রহ্মাস্ত্র'। পুরাণ এবং ফ্যান্টাসিকে মিলিয়ে গল্প বুনেছেন অয়ন। সেই গল্পের কেন্দ্রে রয়েছে শিবা, যে অতিপ্রাকৃত শক্তির অধিকারী। তার প্রেমিকা ইশার ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া।

শিবা, শিবা, শিবা! 'ব্রহ্মাস্ত্র'-এ ঈশার মুখে ঘুরে ফিরে শুধু শোনা গিয়েছে একই নাম। এক-দু'বার নয়, বারবার! মুহুর্মুহু কেন নায়কের নাম জপে চলেছেন নায়িকা? ছবিটি দেখে আসার পর এই প্রশ্ন তুলেছিলেন অনেকেই। আবার কেউ কেউ বলেছিলেন, ছবির বিষয়বস্তুর সঙ্গে তার সংলাপ একেবারেই বেমানান।

ছবির সংলাপ নিয়ে এই সমালোচনা সম্পর্কে অবগত পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তিনি বলেন, 'আমি যখন কারও সঙ্গে কথা বলি, তখন বারবার সেই ব্যক্তির নাম করি। এটা আমার অভ্যাস। সেটা চিত্রনাট্য এবং ছবিতেও থেকে গিয়েছে।'

৯ সেপ্টেম্বর 'ব্রহ্মাস্ত্র'। পুরাণ এবং ফ্যান্টাসিকে মিলিয়ে গল্প বুনেছেন অয়ন। সেই গল্পের কেন্দ্রে রয়েছে শিবা, যে অতিপ্রাকৃত শক্তির অধিকারী। তার প্রেমিকা ইশার ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া। তাঁদের সঙ্গেই অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায় এবং শাহরুখ খানের উপস্থিতি এই ছবিকে ব্যবসার নিরিখে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। সব মিলিয়ে এই ছবিকে সফল বলাই চলে।

(আরও পড়ুন: করণের মোক্ষম চাল! সিনেমা হলে ‘ব্রহ্মাস্ত্র' দেখুন মাত্র ১০০ টাকায়! একই পথে ‘বিক্রম বেদা’?)

অয়ন বললেন, ''ব্রহ্মাস্ত্র'র প্রথম কিস্তি আমরা পুরোপুরি ভারতে তৈরি করেছি। কাজটা খুবই কঠিন। দু'তিন বছরের মধ্যে 'ব্রহ্মাস্ত্র'র দ্বিতীয় কিস্তি একটা বড় চ্যালেঞ্জ। আরও ভালো সংলাপের সঙ্গে একই মানের ছবি বানানো, ভালো গল্প বলার ধরণ বজায় রাখা— সব কিছুই খুব কঠিন।'

(আরও পড়ুন: ‘সব তথ্য ভুল’, ব্রহ্মাস্ত্র ছবির আসল বাজেট ফাঁস করলেন রণবীর কাপুর)

'ব্রহ্মাস্ত্র'-র সাফল্যে নিজেকে ভাসিয়ে দেননি অয়ন। 'ব্রহ্মাস্ত্র'র দ্বিতীয় কিস্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, রণবীর সিং এবং দীপিকা পাডুকোনকে এই ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে দেখা যেতে পারে।'

বন্ধ করুন