বাস্তবে লেডি কিলার কিন্তু চরিত্রের প্রয়োজনে তিনি হয়ে উঠতে পারেন লাখো পুরুষের স্বপ্ন সুন্দরী! আর এখানেই তো সবার চেয়ে আলাদা তিনি। চরিত্র নিয়ে কোনও ছুৎমার্গ নেই এই বলি নায়কের। ফের একবার পর্দায় নারীর বেশে ধরা দিলেন ‘ড্রিম গার্ল’ আয়ুষ্মান খুরানা। পূজা-রূপী আয়ুষ্মানকে দেখে মন্ত্রমুগ্ধ নেটিজেনরা।
হাতে লিপস্টিক, আয়নার সামনে পাউট করছেন পূজা। তাঁর শরীরী মোচড় ঘায়েল করবে পুরুষ ভক্তদের। হ্যাঁ, নিজের আপকামিং ছবি ‘ড্রিম গার্ল ২’-এর নতুন পোস্টারে অবশেষে পূজার মুখ প্রকাশ্য়ে আনলেন আয়ুষ্মান। এতদিন ধরে পূজার আওয়াজ শুনেছে দর্শক, ঝলকও দেখেছে কিন্তু সবটাই পিছন থেকে। অবশেষে দর্শন দিল পূজা। আর সেই ঝলকেই ফিদা ভক্তকূল। পোস্টার শেয়ার করে আয়ুষ্মান লেখেন, ‘এটা তো শুধু প্রথম ঝলক। আয়নায় যা ধরা দেয়, সেই জিনিসগুলো বাস্তবে আরও বেশি সুন্দর হয়!’ পাশাপাশি ছবি মুক্তির কাউন্টডাউনও শুরু করে দিলেন নায়ক।
২৫শে অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। একদম এক মাস আগে সামনে এল ‘ড্রিম গার্ল ২’-এর পোস্টার। আয়নার একদিকে লিপস্টিক হাতে পূজার দেখা মিলছে, অন্যদিকে লিপস্টিক হাতে আয়ুষ্মানের। লেহেঙ্গা-চোলিতে আয়ুষ্মানকে দেখে হাঁ সকলেই। পূজাকে দেখে মুগ্ধ আয়ুষ্মান ঘরণী তাহিরা কশ্যপও। কমেন্ট সেকশনে লাল হৃদয় এবং আগুনের ইমোজি শেয়ার করেছেন তাহিরা। ফ্য়ানেরা তো অবাক আয়ুষ্মানের এমন সুন্দরী অবতার দেখে। একজন লেখেন, ‘একজন পুরুষ কীভাবে এত সুন্দরী হতে পারে?’ অপর একজন মজা করে লেখেন, ‘বলিউডের অনেক হিরোইনের চেয়ে সুন্দরী, প্রযোজকদের সিরিয়ালসি ভাবা উচিত তোমাকে নিয়ে’।
‘ড্রিম গার্ল’-এর মতোই এই ছবির সিকুয়েল পরিচালনায় রয়েছেন রাজ সাণ্ডিল্য। তবে বদলে গিয়েছে ছবির নায়িকা। এইবার আয়ুষ্মানের সঙ্গে রয়েছেন চাঙ্কি কন্যা অনন্যা পাণ্ডে। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ড্রিম গার্ল’। আয়ুষ্মানের নায়িকা হিসাবে দেখা মিলেছিল নুসরত ভারুচার। বক্স অফিসে ছক্কা হাঁকিয়ে ২০০ কোটির গণ্ডি পার করেছিল এই ছবি। ছবিতে কল সেন্টার কর্মী আয়ুষ্মান কন্ঠস্বর বদলে পূজা হিসাবে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতেন। পূজার ‘সেক্সি ভয়েস’ শুনে অচিরেই প্রেমে পড়ে যেত সব বয়সী পুরুষরা। যাদের সামলতে নাজেহাল দশা আয়ুষ্মানের। এবার আয়ুষ্মানের জীবনে কোন বিড়ম্বনা আনবে পূজা?
এর আগে জুলাই মাসে মুক্তি পাওয়ার কথা ছিল ‘ড্রিম গার্ল ২’-এর। তবে পূজাকে পারফেক্টভাবে পর্দায় উপস্থাপিত করতে এক মাস বাড়তি সময় নেন প্রযোজক একতা কাপুর। তিনি জানিয়েছিলেন ভিএফএক্সের কিছু কাজ বাকি থাকায় এমন সিদ্ধান্ত।