একই দিনে মুক্তি পেয়েছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এবং ময়দান। বক্স অফিসেও টক্কর জমে উঠেছে দুই ছবির। চারদিনে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের ছবি বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে অজয়ের ময়দানের তুলনায়। রবিবার বক্স অফিসে কোন ছবি কত আয় করল?
ময়দান ছবিটির বক্স অফিস কালেকশন
অজয় দেবগন অভিনীত এই বায়োপিক ছবিটি প্রথম চারদিনে বক্স অফিসে মোট ২১ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে। বৃহস্পতিবার ইদের দিন মুক্তি পেয়েছে এই ছবিটি।
আরও পড়ুন: দাদাগিরিতে জীবনের পাঠ পড়ালেন সৌরভ, সুদীপ্তাকে কেন বললেন, 'রাস্তায় নেমে হাত না নোংরা হলে...'?
প্রথমদিন বক্স অফিসে ময়দান ৭ কোটি ১০ লাখ টাকা আয় করে। দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সেই আয়ের অঙ্ক গিয়ে দাঁড়ায় ২ কোটি ৭৫ লাখ টাকায়। শনি এবং রবিবার আসতে আয়ের পরিমাণ অনেকটাই বাড়ে। শনিবার বক্স অফিসে ময়দান ৫ কোটি ৭৫ লাখ এবং রবিবার ৬ কোটি ২৫ লাখ টাকা আয় করে। ফলে চারদিনে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৫ কোটি টাকায়, এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ বক্স অফিস কালেকশন
অন্যদিকে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ছবিটি বক্স অফিসে চারদিনে ময়দানের জাস্ট দ্বিগুণ আয় করেছে। এটি রবিবার পর্যন্ত মোট ৪০.৭৫ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে।
অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি প্রথম। দিন ১৫ কোটি ৬২ লাখ টাকা আয় করে। দ্বিতীয় দিন সেটা কমে দাঁড়ায় ৭ কোটি ৬০ লাখ টাকায়। তবে শনিবার খানিকটা হলেও বাড়ে আয়। এদিন এটি ৮ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে আর রবিবার ৯ কোটি টাকা ঘরে তুলেছে। ফলে প্রথম চারদিনে বক্স অফিসে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর মোট রোজগার ৪০ কোটি ৭৫ লাখ টাকা।
ময়দান প্রসঙ্গে
গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবিটি। মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অজয় দেবগনকে। তাঁর সঙ্গে থাকবেন রুদ্রনীল ঘোষ, আরিয়ান ভৌমিক, অমর্ত্য রায়, প্রমুখ। এই ছবিতে উঠে এসেছে ভারতীয় ফুটবলের বিখ্যাত কোচ সৈয়দ আবদুল রহিমের কথা। বক্স অফিসের ফলাফল যাই হোক না কেন, দর্শক, সমালোচক থেকে শুরু করে বিশিষ্ট মানুষরা কিন্তু অজয়ের ছবির দারুণ প্রশংসা করছেন।
আরও পড়ুন: স্ট্রিক্ট ডায়েটকে ফাঁকি দিয়ে ফুচকা খেতে যান ভিকি! বললেন, 'কয়েক মাস না পেলেই মনে হয়....'
বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ প্রসঙ্গে
এই ছবিটি গত ১০ এপ্রিল মুক্তি পাবে। এটি বক্স অফিসে অজয় দেবগনের ময়দান এবং অঙ্কুশ হাজরার মির্জা ছবিটির সঙ্গে মুখোমুখি হয়েছে। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ছবিটির পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। এখানে মুখ্য মহিলা চরিত্রে দেখা যাচ্ছে মানুষী চিল্লার এবং আলায়া এফকে।