ভিকি কৌশল যে ভীষণই ফুডি সে কথা সকলেই জানেন। কিন্তু জানেন কি অভিনেতার সব থেকে পছন্দের খাবার কী? যা তিনি তাঁর স্ট্রিক্ট ডায়েটকে ফাঁকি দিয়ে খেতে যান, কয়েক মাস না পেলে কেঁদেও ফেলেন! ভাবছেন কী? কী আবার ফুচকা।
আরও পড়ুন: দাদাগিরিতে জীবনের পাঠ পড়ালেন সৌরভ, সুদীপ্তাকে কেন বললেন, 'রাস্তায় নেমে হাত না নোংরা হলে...'?
ফুচকা নিয়ে কী বললেন ভিকি কৌশল?
এদিন ভিকি কৌশল একটি ভিডিয়ো শেয়ার করেছেন সেখানে তিনি কয়েক মাস অন্তর অন্তর স্ট্রিক্ট ডায়েটকে ফাঁকি দিয়ে কোন খাবার খান সেটাই তুলে ধরেছেন। আর সেখানেই দেখা যাচ্ছে তিনি ফুচকা খাচ্ছেন। আর প্রথম ফুচকা মুখে দিতেই তাঁর আনন্দ ছিল দেখার মতো।
এই ভিডিয়ো পোস্ট করে অভিনেতা লেখেন, 'বহু মাস পর ডায়েট ফাঁকি দিয়ে যা খাই সেটা তো ফুচকা হবেই। এবার কেঁদে ফেলব।' তিনি তাঁর এই পোস্টে তাঁর বন্ধুকে ট্যাগ করেছেন। তাঁর সেই বন্ধ হলেন অক্ষয় আরোরা। তিনি এই পোস্টে উত্তর দিয়ে লেখেন, 'ভালোবাসি তোমায়।'

ভিকি কৌশলের আগামী ছবি
ভিকি কৌশলকে আগামীতে ছাবা ছবিতে দেখা যাবে। ছত্রপতি শিবাজীর ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে বানানো হচ্ছে এই ছবি। এটি একটি পিরিয়ডিক ফিল্ম। এই ছবিতে ভিকি কৌশল ছাড়াও থাকবেন রশ্মিকা মন্দানা, প্রমুখ। এই ছবির সেটে গুরুতর আহত হন তিনি। তাঁর হাত ভেঙে যাওয়ায় বহুদিন বন্ধ থাকে শ্যুটিং।
আরও পড়ুন: কেকেআর জিততেই শাহরুখের হাত ধরে মাঠ ঘুরল ছোট্ট আব্রাম, কিন্তু গোমরা মুখে কেন বসে অনন্যা - সুহানা?
এছাড়া তাঁকে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে লাভ অ্যান্ড ওয়ার ছবিতেও দেখা যাবে। সেই ছবিটির পরিচালনা করবেন সঞ্জয় লীলা বানসালি।