আশা ছিল তবে পূরণ হলো না।'বাফটা'-র (ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড আর্টস)' সেরা অভিনেতা '-র তালিকায় মনোনয়ন পেলেও পুরস্কার প্রাপক হিসেবে নাম থাকলো না অভিনেতা আদর্শ গৌরব-এর। নেটফ্লিক্সের ছবি ' দ্য হোয়াইট টাইগার'-র চোখধাঁধানো অভিনয়ের জন্য ' বাফটা '-য় মনোনয়ন পেয়েছিলেন আদর্শ। তবে শেষরক্ষা হলো না। চলতি বছরে সবাইকে চমকে দিয়ে ' বাফটা '-র সেরা অভিনেতার খেতাব জিতে নিলেন বিখ্যাত হলিউড অভিনেতা স্যার অ্যান্থনি হপকিন্স। সৌজন্যে, ' দ্য ফাদার ' ছবিটি। সেই ছবিতে একজন অ্যালজেইমার রুগী হিসেবে তাঁর নজরকাড়া অভিনয় ছাপিয়ে গেছে অন্যান্য প্রতিযোগীদের পারফরমেন্সকে। এই নিয়ে চারবার 'বাফটা '-র মঞ্চ থেকে পুরস্কার ঘরে তুললেন অস্কারবিজয়ী বর্ষীয়ান এই অভিনেতা। পুরস্কার প্রাপক নিজেও জানিয়েছেন ' তিনি এই প্রথম কোনওরকম পুরস্কার আশা করেননি বাফটার মঞ্চ থেকে !'ওই একই ছবির জন্য চিত্রনাট্য বিভাগে সেরার পুরস্কার জিতে নিলেন ক্রিস্টোফার হ্যাম্পটন এবং ফ্লোরিয়ান জেলার।
অন্যদিকে,নজর কেড়েছে বহু আলোচিত ছবি ' নোমাডল্যান্ড '.চীনা পরিচালক ক্লোয়ে ঝাও পরিচালিত এই ছবি খবরের শিরোনামে গত বেশ কয়েক মাস ধরেই। চলতি বছরের অস্কারের দৌড়ে মনোনয়ন পাওয়া অগ্রগণ্য ছবিগুলির মধ্যে অন্যতম নাম 'নোমাডল্যান্ড'।সম্প্রতি, 'গোল্ডেন গ্লোব' পুরস্কার জেতার পর ফের একবার ' বাফটা '-র মঞ্চ থেকে চার চারটি বিভাগে সেরা হয়ে ঘরে ফিরল এই ছবি! প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে করোনা পরিস্থিতির দরুণ দু'সন্ধ্যা যাবৎ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান।
এক নজরে ২০২১ এর 'বাফটা'র মূল বিভাগের বিজয়ীরা :
১. সেরা ছবি - নোমাডল্যান্ড
২. সেরা অভিনেতা - স্যার অ্যান্থনি হপকিন্স ( দ্য ফাদার )
৩. সেরা পরিচালক - ক্লোয়ে ঝাও ( নোমাডল্যান্ড )
৪. সেরা অভিনেত্রী - ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড ( নোমাডল্যান্ড )
৫. সেরা সহ-অভিনেত্রী - ইয়াহ জুন ইউং ('মিনারি )
৬. সেরা সহ অভিনেতা - ড্যানিয়াল কালো য়া ( ' জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ ' ছবির সৌজন্যে।)
৭.সেরা সিনেমাটোগ্রাফি - ' নোম্যাডল্যান্ড '