প্রয়াত তামিল প্লেব্যাক গায়ক বাম্বা বাক্য। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স ৪৯। সম্প্রতি মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান পার্ট ১’-য়ে ‘পোন্নি নাধি’ গানটি গেয়েছিলেন তিনি। বেশ কিছু রিপোর্ট বলছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। খ্যাতনামা গায়কের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
বাম্বা বাক্যা ‘পুলিনাঙ্গল’ এবং ‘সিমতাঙ্গারন’-এর মতো একাধিক হিট গান গেয়েছেন। তিনি তাঁর ব্যারিটোনের জন্য পরিচিত ছিলেন। এ আর রহমানই ‘রজনীকান্তের ২.০’-তে বাক্যাকে প্রথম সুযোগ দিয়েছিলেন, শঙ্করের হিট ছবি ‘এনথিরান: দ্য রোবটের সিক্যুয়াল’ ছিল এই ছবি। ‘পন্নি নধী’-ও, সুর করেছেন এ আর রহমান। আরও পড়ুন: Ramesh Sippy: প্রথম প্যান ইন্ডিয়া ছবি 'শোলে'! বর্তমান সময়ের ছবির সফলতা প্রসঙ্গে পরিচালক রমেশ
২.০-এ, বাম্বা বাক্য হিট গান ‘পুলিনাঙ্গল’ গেয়েছিলেন। একই বছর, তিনি বিজয় সরকারের হয়ে এ আর রহমানের জন্য আবার গান করেন। তিনি এ আর রহমানের সর্বক্ষণের সহযোগী ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় অনেক তারকা গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তামিল অভিনেতা শান্তনু ভাগ্যরাজ টুইটারে লিখেছেন, ‘তাঁর কণ্ঠ খুব পছন্দের। অনেক তাড়াতাড়ি চলে গেলেন।’ গায়ক-সুরকার সন্তোষ ধয়ানিধি টুইট করেছেন, ‘শান্তিতে থাকুন ভাই @bambabakya #bambabakya খুব তাড়াতাড়ি চলে গেলে।’ তামিল গায়কের প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত জগতে।