অনুষ্ঠান করতে দু'দিন আগেই গিয়েছিলেন মুন্সিগঞ্জে। নাচতে নাচতে নায়িকা অপু বিশ্বাসকে কোলে তুলে নিয়েছিলেন নায়ক সাখাওয়াত হোসেন নিরব। আর তাতেই ঘটেছিল বিপত্তি। নিরবের কোল থেকে মঞ্চে পড়ে যান অপু বিশ্বাস। যদিও অপু ও নিরব সকলকে অনুরোধ করেছিলেন যেন ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করা হয়। তবে সেসময় ফেসবুক লাইভ চলায় সোশ্যালে সেই ভিডিয়োটি চলে আসে। উঠে আসে কিছু ইউটিউব চ্যানেলেও।
নিরবের কোল থেকে অপু বিশ্বাসের পড়ে যাওয়া নিয়ে কেউ কেউ বলেন, অপুর ওজনের কারণেই নাকি সমস্যা হয়েছিল। আর এমন কথায় বিরক্ত বাংলাদেশের নায়ক নিরব। গোটা ঘটনায় মুখ খুলেছেন তিনি। সাফ জানিয়েছেন, অপুর ওজনে কোনও সমস্যা ছিল না, ছিল ওর পোশাকে আর মঞ্চে। বলেন, ‘সাধারণত যেমন স্টেজ থাকে, তেমনটা ছিল না, টাইলসের উপরে নেচেছি, পা পিছলে যাচ্ছিল বারবার। কার্পেট পাতা থাকলে সমস্যা হত না। তাছাড়া স্টেজটা ছোটও ছিল মোট আমরা দুজন আর ৮ জন নৃত্যশিল্পী ছিলেন, সেটাাও ছিল সমস্যার। তার উপর অপুর পোশাকটা ছিল পলিয়েস্টার কাপড়ের তাতে সমস্যা হচ্ছিল।’
নিরব আরও জানান, 'পড়ে যাওয়ার পর কয়েক সেকেন্ড থেকে আমরা আবারও নেচেছি। অপুকে কোলে নিয়েই নেচেছি। হৃদয়েক আয়না, জল পড়ে পাতা নড়ে, বিয়াইন সাব সহ মোট ৪টি গানে পারফর্ম করেছি।'
সম্প্রতি বাংলাদেশের 'কয়লা' বলে একটি ছবির শ্যুটিং শেষ করেছেন নায়ক নিরব। এছাড়া ঈদের আগে পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে এভাবেই অংশ নেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে ‘ছায়াবৃক্ষ’ বলে একটি ছবিতে দেখা যাবে তাঁকে।