বাংলা নিউজ > বায়োস্কোপ > Pori Moni: রাজ্য নয়, নিজের আরও এক সন্তানকে এবার প্রকাশ্যে আনলেন পরীমনি, পোস্ট করলেন ভিডিয়ো

Pori Moni: রাজ্য নয়, নিজের আরও এক সন্তানকে এবার প্রকাশ্যে আনলেন পরীমনি, পোস্ট করলেন ভিডিয়ো

পরীমনি ও তাঁর সন্তান

পরীমনি ক্যাপশানে লিখেছেন, ‘মা সিনেমার প্রধান এবং সর্ব কনিষ্ঠ আর্টিস্ট ইনি। রাজ্য তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সাথে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো, আমার কি ছেলে হবে! বাচ্চাটা কতো বড় হয়ে গেছে আমার খুব দেখতে ইচ্ছা করছে। পরিচালক অরন্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটা চাওয়া থাকলো।' 

পরনে সবুজ রঙের প্রিন্টেড শাড়ি, সঙ্গে কালো মানানসই ব্লাউজ। হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর। ছেলে কোলে বসে রয়েছেন পরীমনি। নাহ, এটা তাঁর ছেলে রাজ্য নয়। এটা নাকি 'পরীর' বড় ছেলে! অভিনেত্রী নিজেই পোস্ট করেছেন এমন একটি ভিডিয়ো। রবিবার সকাল সকাল এমন একটি ভিডিয়ো ঘিরে তোলপাড় নেট দুনিয়া।

কে এই শিশুটি? সত্যিই কী সে পরীমনির সন্তান? আজ্ঞে নাহ। 'মা'ছবিতে শ্যুটিংয়ের সময় এই ছোট্ট শিশুটির সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী। ছবিতে শিশুটি ছিল পরীমনির সন্তান। আর শ্যুটিংয়ের সময় বাস্তবেই অন্তঃসত্ত্বাও ছিলেন অভিনেত্রী। শ্যুটিংয়ের শেষদিনে দীর্ঘক্ষণ পর্দার ছেলের সঙ্গে সময় কাটান বাংলাদেশের 'পরী'। ভিডিয়ো বন্দি করে তুলে রাখা তারই কিছু মুহূর্ত রবিবার ফেসবুকের পাতায় শেয়ার করেছেন পরীমনি। ইচ্ছা প্রকাশ করেছেন আবারও তাঁর সেই পর্দার সন্তানের সঙ্গে দেখা করার। কিন্তু কী আছে বাংলাদেশের ‘পরী’র সেই ভিডিয়োতে?

আরও পড়ুন-তিরিশেই সব শেষ, অভিনেত্রী স্ত্রীর মৃত্যুতে মুখ খুললেন স্বামী

আরও পড়ুন-লরির চাকায় পিষে মৃত্যু অভিনেত্রী সুচন্দ্রার, শেষ কী কথা হয়েছিল? মুখ খুললেন স্বামী

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একেবারেই ২-৩ মাস বয়সী একটি শিশুর সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে 'পরীমনি'কে। পরীমনি শিশুটিকে প্রশ্ন করতে দেখা যায় ‘তুমি কি আমায় ভুলে যাবে?’ উত্তরও নিজেই দিয়ে দেন ‘পরী’। বলেন, ‘না ভুলে যাবে না’। শিশুর আসল মায়ের উদ্দেশ্যে পরীমনি বলেন, ‘আজকে তো শ্যুটিংয়ের শেষদিন। আপনার ছেলে তো আমায় মায়া লাগাই দিছে (মায়া পড়ে যাচ্ছে)। এই যে কথা বলছ, আর তাকায় তাকায় কলিজার ভিতরে মায়া লাগাই দিছো।’ এমন কথা বলেও শিশুটিকে তুলে নিয়ে আদরে ভরিয়ে দিতে দেখা যায় পরীমনিকে, চুমু খেতে থাকেন। শিশুটিও কিছু না বুঝেই পরীমনির কথায় তার মতো উ, আঁ করে উত্তর দিতে থাকে। চোখে আলো পড়ায় বিরক্ত হতে থাকে শিশুটি। বাচ্চাটি কেঁদে উঠলে পরী তাকে কোলে নিয়ে উঠে পড়েন। তারপর দাঁড়ি দাড়িয়ে বাচ্চাটিকে কথা বলতে থাকেন অভিনেত্রী। আদর করতে করতে বলেন, ‘আল্লাহ কাল থেকে যে তোমায় আর দেখতে পাব না।’ এই কথা বলেই শিশুটির পিঠে হাত বোলাতে থাকেন অভিনেত্রী। মজা করে বলেন, ‘চলো তোমায় চুরি করে নিয়ে যাই’। এমন কথায়, শিশুটির আসল মা বলে ওঠে, ‘চুরি কেন, এমনিই নিয়ে যান।’

ভি়ডিয়োটি পোস্ট করে পরীমনি ক্যাপশানে লিখেছেন, ‘মা সিনেমার প্রধান এবং সর্ব কনিষ্ঠ আর্টিস্ট ইনি। রাজ্য তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সাথে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো, আমার কি ছেলে হবে! বাচ্চাটা কতো বড় হয়ে গেছে আমার খুব দেখতে ইচ্ছা করছে।আমার পরিচালক অরন্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটা চাওয়া থাকলো। আমি আমার ছেলে আর আমার এই পর্দার ছেলে, এই দুই ছেলেকে নিয়ে মা সিনেমার প্রথম শো টা দেখতে চাই।’

প্রসঙ্গত পরীমনির ছবি 'মা' কান ফিল্ম ফেস্টিভ্যালের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে দেখানো হয়েছে। ২৬অগস্ট প্রেক্ষাহে মুক্তি পাচ্ছে 'পরীমনি' মা।

 

বন্ধ করুন