ঢালিউডের গণ্ডি পেরিয়ে এবার টলিউডে পা রাখতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। তিনি তাঁর ব্যক্তিগত জীবনের জন্যই হামেশাই খবরের শিরোনামে উঠে আসেন। তবে এবার কিন্তু কাজের জন্যই। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে এপার বাংলার দুই জনপ্রিয় অভিনেতাকে, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সৌরভ দাস। ছবিটির পরিচালনা করছেন রাশেদ রাহা। ছবিটির নাম ফ্ল্যাশব্যাক। এটির চিত্রনাট্য এবং ডায়লগ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর এবং গল্প রাশেদ রাহা এবং নির্ঝরের।
এপার বাংলার ছবিতে শবনম বুবলি
ফ্ল্যাশব্যাক ছবিতে অঞ্জন নামক এক চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। অঞ্জন নামক এই চরিত্রটি থিয়েটার জগতের একটি নামকরা চরিত্র। তবে বহুদিন নাটক, মঞ্চ সব কিছু থেকেই দূরে। 'লাপাতা' একেবারে। কিন্তু মঞ্চ থেকে দূরে থাকলেও অভিনয় কিন্তু মোটেই ছাড়েনি অঞ্জন। সে নাটকের মঞ্চের বদলে এখন বাস্তবে অভিনয় করে।
আরও পড়ুন: 'যখন ভাববে সব ঠিক, তখনই...' আরিয়ান কাণ্ড নিয়ে মুখ খুললেন শাহরুখ, জানালেন কী শিক্ষা পেয়েছেন
এই ছবিতে ভবঘুরের চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে। তাঁর চরিত্রের নাম ডিকে। অন্যদিকে একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে থাকবেন শবনম বুবলি। তাঁর চরিত্রের নাম শ্বেতা। ছবির গল্পে ঘটনাক্রমে দেখা হবে এই তিন চরিত্রের। ছবিটির প্রেক্ষাপট পাহাড়। সেখানে দাঁড়িয়ে সিনেমার থেকেও জীবনের চিত্রনাট্য আরও কতটা রোমাঞ্চকর হয়ে ওঠে সেটা নিয়েই এই ছবি। দেখা যাবে এই তিন চরিত্রের জীবন কোনদিকে বাঁক নেয় সেটা।
আরও পড়ুন: মেয়ে হওয়ার পর পুরোদমে কাজ শুরুর আগে পিকনিকে খোশমেজাজে শুভশ্রী-রাজ, এসেছিলেন আর কারা?
ফ্ল্যাশব্যাক ছবিটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কলকাতায় চলছে এই ছবির শুটিং। বাকিটা হবে উত্তরবঙ্গে। চলতি বছরেই এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে। ছবিটির প্রযোজনা করেছে এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট এবং বিগ আর এন্টারটেইনমেন্ট।