কাজ না পাওয়ায় বিনোদন জগত থেকে হারিয়ে যান অনেক প্রতিভাবান অভিনেতাই। সেরকমই এক গায়িকার খোঁজ মিলল। যিনি গান ছেড়ে এখন চালাচ্ছেন চায়ের দোকান। কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে গান গেয়েছিলেন তিনি একসময়। তবে এখন, গ্রাহকদের জন্য চা বানাতেই কেটে যায় দিন।
বর্ধমানের শ্যামলালের বাসিন্দা পূজা ভৌমিক। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ছিল তাঁর সবচেয়ে প্রিয়। হঠাৎ করে শুনলে, কারও মনে হতেই পারে বুঝি বা পূজা নন, সন্ধ্যা মুখোপাধ্যায়ই গান গাইছেন। একটা সময় মান্না দে-ও সেই ভুলই করেছিলেন। পূজার গান শুনে প্রশ্ন করেছিলেন, সন্ধ্যা কি এখনও গান গাইছে? তখন কমিটির লোকেরা জানায়, উনি বিখ্যাত গায়িকা সন্ধ্যা নন, বর্ধমানের শিল্পী পূজা ভৌমিক। এরপর পূজাকে ডেকে তাঁর গানের প্রশংসা করেছিলেন খোদ মান্না দে।
একাধিক অনুষ্ঠানে পূজা স্টেজ শেয়ার করেছেন হৈমন্তী শুক্লা, মান্না দে-সহ বহু কিংবদন্তি শিল্পীদের সঙ্গে। বর্ধমানের এই গায়িকা কলকাতা, দিল্লি-সহ একাধিক জায়গায় গান গেয়েছেন। আর একাজে সবসময় পাশে থাকত স্বামী। তিনি নিজে যেতেন স্ত্রীকে সঙ্গে নিয়ে।
আরও পড়ুন: রবিবার ১০ কোটির ব্যবসা! হৃতিকের 'ফাইটার'-এর পর ইয়ামির ‘আর্টিকেল ৩৭০’ও নিষিদ্ধ উপসাগরীয় সব দেশেই
এরপর একটি বাইক দুর্ঘটনায় বদলে যায় জীবন। বাইক নিয়ে যাওয়ার সময় একটি দুর্ঘটনায় স্বামী গুরুতর আহত হন। তাই সংসারের হাল ধরতে বর্ধমানের নার্সিং কোয়ার্টারের মোড়ে, স্বামীর সঙ্গে শুরু করেন চায়ের দোকান। যে আগে শ্রোতাদের গান শোনার চাদিদা মেটাট, সেই এখ টা, কফি তৈরি করে ফরমাইশ মেনে।
আরও পড়ুন: ‘প্রিয় ধারাবাহিক’ জগদ্ধাত্রী, ‘প্রিয় পরিবার’ ফুলকি, সেরা নায়ক-নায়িকা-জুটি হল কারা
বছরখানেক আগে এরকমই এক মহিলার খবর এসেছিল সামনে। যে হয়েছিল ইন্টারনেট সেনসেশন। তিনি আর কেউ নন রাণু মণ্ডল। লতা-কন্ঠী এই রাণুকেই খুঁজে পাওয়া গিয়েছিল রাণাঘাট স্টেশনের বাইরে। এরপর রাণু মণ্ডল সেখান সোজা গিয়েছিলেন মুম্বইতে। বেশ কিছু মাস ছিলেন সেখানে। এমনকী, হিমেশ রেশামিয়ার সঙ্গে একত্রে গানও গান।
তবে যত তাড়াতাড়ি এসেছিলেন প্রচারের আলোয়, তত তাড়াতাড়িই হারিয়ে যান। রাণুর সময় এখন কাটে এক চালার ঘরে, আধপেটা খেয়ে। এখন প্রশ্ন, পূজা কি পারবেন চায়ের দোকানের ছেড়ে দুনিয়া ছেড়ে আবার বিনোদনের দুনিয়ায় আসতে?