রবিবার ইকো পার্কে অনুষ্ঠিত হল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড। ছোট পর্দার তারকাদের উপস্থিতিতে এদিন ভরে উঠেছিল সন্ধে। আলো ঝলমলে একটি রাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হল প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের হাতে।
সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড খেল জগদ্ধাত্রীর ঝুলিতে। প্রিয় শ্বশুর থেকে প্রিয় খলনায়িকা, সেরা নায়ক-নায়িকা, সেরা জুটি, জি ফাইভের সবচেয়ে জনপ্রিয় মেগা, সব খেতাবই গেল টিআরপি-র টপে থাকা এই ধারাবাহিকের কাছে। ফুলকির পরেই সবচেয়ে বেশি অ্য়াওয়ার্ড পেল ফুলকি। আর তারপরেই রয়েছে নিম ফুলের মধু। প্রসঙ্গত, জি বাংলার এই ৩ ধারাবাহিকই গত কয়েকমাস ধরে এনে দিচ্ছে সর্বোচ্চ টিআরপি।
তবে ট্রোল কম হচ্ছে না। বিশেষ করে প্রিয় শ্বশুরের সম্মান জগদ্ধাত্রীর রাজনাথকে দেওয়ায়। বউমাকে নাকাল করতে ব্যস্ত থাকে যে, সে কী করে পেতে পারে এমন সম্মান। এদিকে প্রিয় শাশুড়ি হিসেবে নিম ফুলের মধু-র কৃষ্ণাকেও মানতে পারছেন না দর্শক। সারাক্ষণ যে বউমা পর্ণার ক্ষতি করে তার হাতে এমন অ্যাওয়ার্ড সত্যিই মানা যায় না।
তবে প্রিয় বর-বউ হিসেবে পর্ণা-সৃজন, প্রিয় টক-মিষ্টি-ঝাল জুটি হিসেবে সোমরাজ-তিতির পুরস্কার পেতে বেশ খুশি সকলে। অবশ্য নিন্দকরা বলছে, পারফরমেন্স বা গল্প নয়, শুধুমাত্র টিআরপি-র উপর ভিত্তি করেই অ্যাওয়ার্ড দিয়েছে জি বাংলা।
দেখে নিন জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৪-এর সম্ভাব্য তালিকা:
প্রিয় মা- আলো ( আলোর কোলে)
প্রিয় বাবা- অনিন্দ্য (ইচ্ছে পুতুল)
প্রিয় শ্বশুর- রাজনাথ (জগদ্ধাত্রী)
প্রিয় শাশুড়ি- মধুবালা (কার কাছে কই মনের কথা), কৃষ্ণা (নিম ফুলের মধু)
প্রিয় দেওর/ ভাসুর- তমাল (ফুলকি)
প্রিয় জা- রুচিরা (নিম ফুলের মধু), পারোমিতা (ফুলকি)
প্রিয় পার্শ্বচরিত্র (পুরুষ)- অখিলেষ (নিম ফুলের মধু)
প্রিয় পার্শ্বচরিত্র (নারী)- কৌশিকী (জগদ্ধাত্রী)
প্রিয় মেয়ে- মেঘ (ইচ্ছে পুতুল), রাই (মিঠিঝোরা)
প্রিয় ছেলে- রোহিত (ফুলকি)
প্রিয় বউ- পর্ণা (নিম ফুলের মধু)
প্রিয় বর- সৃজন (নিম ফুলের মধু)
প্রিয় বউমা- শিমুল (কার কাছে কই মনের কথা), ফুলকি (ফুলকি)
প্রিয় জামাই- সোমরাজ (মন দিতে চাই)
টলক-ঝাল-মিষ্টি জুটি- সোমরাজ-তিতির (মন দিতে চাই)
প্রিয় খলনায়ক-রুদ্ররূপ (ফুলকি)
প্রিয় খলনায়িকা- ময়ূরী (ইচ্ছে পুতুল), মেহেন্দি (জগদ্ধাত্রী)
প্রিয় নতুন সদস্য-নীলু, শৌর্য, রাধা, আদিত্য
প্রিয় ছোট সদস্য- বুবাই (নিম ফুলের মধু), পুপুল (আলোর কোলে)
ডিভা অফ দ্য ইয়ার- পর্ণা (নিম ফুলের মধু)
জি ফাইভ মোস্ট পপুলার ফেস- জগদ্ধাত্রী
জি ফাইভ মোস্ট ওয়াচড শো- জগদ্ধাত্রী
প্রিয় জুটি- জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ (জগদ্ধাত্রী), পর্ণা-সৃজন (নিম ফুলের মধু)
প্রিয় নায়ক-স্বয়ম্ভূ (জগদ্ধাত্রী)
প্রিয় নায়িকা- জগদ্ধাত্রী (জগদ্ধাত্রী)
প্রিয় সংসার- রায়চৌধুরী পরিবার (ফুলকি)
প্রিয় ধারাবাহিক- জগদ্ধাত্রী