বাংলা নিউজ > বায়োস্কোপ > Saibal Bhattacharya: ‘অনাহারে মৃত্যু ছাড়া আর উপায় নেই’, সাইবার প্রতারণার জেরে নিঃস্ব টেলি অভিনেতা!

Saibal Bhattacharya: ‘অনাহারে মৃত্যু ছাড়া আর উপায় নেই’, সাইবার প্রতারণার জেরে নিঃস্ব টেলি অভিনেতা!

শৈবাল ভট্টাচার্য

Saibal Bhattacharya: ব্যাঙ্কে পড়ে রয়েছে মাত্র ৬৯ পয়সা! লাখ লাখ টাকার সাইবার ফ্রডের শিকার, ঘোর বিপাকে অভিনেতা শৈবাল ভট্টাচার্য। 

মাস কয়েক আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য। খবর রটে যায়, অবসাদগ্রস্ত হয়ে নিজেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেতা। মদ্যপ অবস্থায় বাস্তবেই নিজেকে আঘাত করেছিলেন শৈবাল বাবু, এরপর ভর্তি হন হাসপাতালেও। পরে সাফাই গেয়ে তিনি বলেন, সবটাই ঘটেছে নেশার ঘোরে এবং আত্মহত্যার কোনও অভিপ্রায় ছিল না। এমনকি অবসাদগ্রস্ত হওয়ার কথাও অস্বীকার করেন তিনি। একবার ফের চর্চায় অভিনেতা। শৈবাল ভট্টাচার্যর কাতর আর্তি সাইবার প্রতারণার ফাঁদে পড়েছেন তিনি। 

ফেসবুক ভিডিয়োয় অভিনেতা জানান, ‘আমাদের ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা সাইবার ফ্রড হয়ে গিয়ে আমরা সর্বস্বান্ত হয়ে পড়েছি। ব্যাঙ্কে মাত্র ৬৯ পয়সা পড়ে রয়েছে’। তিনি আরও যোগ করেন, ‘আমাদের ভিক্ষা করা ছাড়া, আর অনাহারে মৃত্যুবরণ করা ছাড়া আর কোনও উপায় নেই। আমার সত্তর বছরের মা, আমার স্ত্রী, আমার সন্তানেরা (পোষ্য) প্রায় না খেয়ে দিন কাটাচ্ছি। জানি না এইভাবে কতদিন টানতে পারব।’ 

ফেসবুক পোস্টেও তিনি স্পষ্ট জানান, তাঁর হাতে কোনওরকম কাজ নেই। তাই ভিক্ষা ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই এই মুহূর্তে। অভিনেতা জানান ব্যাঙ্ক থেকে ১১ লক্ষ ৩২ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে তাঁর। পুলিশে অভিযোগ জানালেও এখনও  এই প্রতারণার কোনও কিনারা করতে পারেননি তদন্তকারীরা।

এই ব্যাপারে শৈবাল ভট্টাচার্যের স্ত্রী স্নিগ্ধা বসু জানিয়েছেন, ‘একদম শেষ হয়ে গেছি। কোনও দিক থেকে কিছু দেখতে পারছি না’। স্টার জলসার ‘প্রথমা কাদম্বিনী’তে দর্শক দেখেছে শৈবাল ভট্টাচার্যকে। গত বছর স্টার জলসার মহালয়া-তে নারদের চরিত্রে দেখা মিলেছিল অভিনেতার। ‘মিঠাই’. ‘উড়ন তুবড়ি’ মতো জি বাংলার বেশকিছু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা মিলেছে তাঁর। 

 

 

বন্ধ করুন