বাংলা নিউজ > বায়োস্কোপ > Bharti's Baby Boy: ছেলে গোল্লার প্রথম ছবি শেয়ার করলেন ভারতী, খুদেকে দেখে উৎফুল্ল তারকারাও

Bharti's Baby Boy: ছেলে গোল্লার প্রথম ছবি শেয়ার করলেন ভারতী, খুদেকে দেখে উৎফুল্ল তারকারাও

ছেলের প্রথম ছবি শেয়ার করলেন ভারতী। 

চলতি মাসের ৩ তারিখ মা-বাবা ভারতী এবং হর্ষ। এবার ছেলের ছবি প্রথমবারের জন্য় শেয়ার করে নিলেন নতুন মা। 

কমেডিয়ান ভারতী সিং শেয়ার করে নিলেন ছেলের প্রথম ছবি। নিজের কাছে ছেলেকে নিয়ে এসে ছবিটি শেয়ার করলেন নতুন মা। ভারতীর সদ্যোজাতকে দেখার সুযোগ পেয়ে খুব উৎফুল্ল তাঁর অনুরাগীরা।

ছবিতে গোলাপি পোশাকে দেখা মিলল ভারতীর। চোখ বন্ধ করে ছেলেকে আদর করছেন তিনি। প্রিন্টেড সাদা কাপড়ে মুড়ে রাখা হয়েছে খুদেকে। মুখের সঙ্গে ধরে রয়েছেন তিনি ছেলেকে, আর একটা হালকা হাসি যেন প্রমাণ দিচ্ছে সন্তান-সুখের। ছবির ক্যাপশনে ভারতী লিখেছেন, ‘লাইফলাইন’।

বহু তারকা এই ছবিতে কমেন্ট করেছেন। নেহা ভাসিন লিখেছেন, ‘ভগবান ভাবো রাখুক’। গওহর খান লিখেছেন, ‘খুব খুশি তোমার জন্য! ভগবানের আশীর্বাদে তোমার গোটা পরিবার ভালো থাকুক’। নিশা রাওয়াল লিখেছেন, ‘অঅঅঅঅ…. প্রিয় ভারতী অনেক আশীর্বাদ তোমার জন্য আর তোমার ছোট সোনার জন্য।’ আরও পড়ুন: কেঁদে ফেললেন ভারতী সিং, ‘আমার সন্তানের বয়স মাত্র ১২ দিন’, কী করতে হয়েছে তাঁকে

৩ এপ্রিল ছেলে হয় ভারতী আর হর্ষ লিম্বাচিয়ার। গত ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সির ঘোষণা করেছিলেন ভারতী। ছেলের ভালো নাম এখনও না জানালেও, ডাক নাম জানা গিয়েছিল, ‘গোল্লা’। লিম্বাচিয়া আর সিং পরিবারকে মাতিয়ে রাখার কাজ এখন এই খুদেরই। 

মা হওয়ার মাত্র ১২ দিনের মাথায় ‘প্রি-ওয়ার্ক কমিটমেন্ট’-এর খাতিরে কাজে ফিরেছেন তিনি। প্রথমদিন সেটে এসে জানিয়েছিলেন, খুব কেঁদেছেন তিনি। সদ্যোজাতকে বাড়িতে রেখে আসতে মন চাইছিল না। জানিয়েছিলেন, বুকের দুধ পাম্প করে রেখে এসেছেন যাতে ছেলের খাওয়ার কোনও সমস্যা না হয়। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

হোটেলের কনফারেন্স হল বুকিং করেও বাতিল, তেতে উঠল বেসরকারি হাসপাতালের ডাক্তাররা হাড় হিম করা ছবি বিশ্বকাপে! মাঠে আছড়ে পড়ে যন্ত্রণায় ছটফট করলেন অজি তারকা-Video বাংলাদেশে পুজোয় ৩৫টি অপ্রীতিকর ঘটনা, নেওয়া হয়েছে পদক্ষেপ, জানালেন IGP 'বারবার হচ্ছে, এবার…..', দুর্গাপুজোয় বোমা ছোড়ার পরে বাংলাদেশকে হুঁশিয়ারি ভারতের অষ্টমীর রাতে লোকালয়ে ঢুকে তাণ্ডব দাঁতালের, হাতির হানায় মৃত্যু শিশুর, আহত মা হাইকোর্টে জামিন পাওয়া ৯ ছাত্রকে মুক্তি দিতে গড়িমসি করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ‘‌গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়’‌, চাপ বাড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন আলাপন ফের শূন্য শ্রেয়সের, সেট হয়ে আউট রাহানে, রঞ্জির শুরুতেই পিছিয়ে পড়ল মুম্বই অনিকেতের পর ICU-তে আরও এক অনশনকারী, ‘প্রশাসন শুনতে পাচ্ছেন?’ ক্ষুব্ধ কিঞ্জল আরজি কর হাসপাতালে ঘুরপাক খাচ্ছিল সঞ্জয়, ৫৩টি সিসিটিভি ফুটেজে কী পেল সিবিআই?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.