বিগ বসের ঘরে বসে মা’কে মিস করছেন জান কুমার শানু। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মায়ের ভিডিয়ো বার্তা শেয়ার করলেন তিনি। ক্যাপশেন লিখেছেন, 'মায়ের বার্তা। নেপোটিজমের এই বিষয়ে এখানেই ইতি টানা হোক।' ছেলেকে নিয়ে অবশ্য মা রীতা ভট্টাচার্য নানা উৎসাহমূলক কথা বলেছেন। এমনকী সংগীতের প্রতি ছেলের টান যে ছেলেবেলা থেকেই, ভিডিয়ো বার্তার সে কথা জানান। তুলে ধরেন পুরনো স্মৃতি।
জানের ছোট্ট একটা ঘটনা বলেন তিনি। ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘জান সবসময় ওর চারপাশে গান চাইত। ছেলেবেলা থেকেই ও চাইত, ওর চারপাশে গান বাজানো হোক। আমার মনে আছে, গান না বাজায় আমাদের অটো পরিবর্তন করতে হয়েছিল। অটোতে গান না বাজলে জান কান্নাকাটি করত এবং গানের কথা জিজ্ঞাসা করত এবং কান্না থামাত না। যতক্ষণ না আমি নেমে এসে, মিউজিক সিস্টেম আছে, এমন অন্য কোনও অটো ধরি। সংগীতের সঙ্গে ও এভাবেই যুক্ত ছিল।'
জান বিগ বসের বাড়ির ভিতরে কাউকে বিশ্বাস করতে পারেন কিনা জানতে চাইলে, তাঁর মা বলেন, ‘প্রত্যেকে রং পরিবর্তন করে খেলছে, এটি একটি খেলা। এমনকী জানও। তাই এই খেলায় কাউকে বিশ্বাস করা যায় না। প্রকৃতপক্ষে, জান যখন নিশান্ত সিং মালখানির হয়ে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন তখন আমি রাগ করেছিলাম। আমি খুব রেগে গিয়েছিলাম। কিন্তু জান এরকম স্বভাবেরই।'
জানের পেশাগত জীবন থেকে একটি ঘটনা প্রসঙ্গে তিনি জানান, জান নাকি একটি অ্যালবাম রেকর্ড করেছিলেন। কিন্তু সেই নির্মাতা নাকি অন্য কারও সঙ্গে অ্যালবামটি শ্যুট করে সমস্ত নাম-প্রচার নেন। তাঁর কথায়, 'বিগ বসের ঘরে যাওয়ার আগে জান একটি অ্যালবাম রেকর্ড করেছিল, যেখানে ও সব গান গেয়েছিল এবং সংগীত রচনা করেছিলেন। তবে পরে সেই ব্যক্তি ভিডিয়োর জন্য অন্য কাউকে পছন্দ করেন এবং জানের নাম ছাড়াই অ্যালবামটি প্রকাশ করেন। আমি রাগ করেছিলাম। কিন্তু জান বলেছিল, ঠিক আছে। এইরকমই সে। জান এই রকমেরই।'