জমে গিয়েছে Bigg Boss-17। আর এবার সকলকে চমকে দিয়ে Bigg Boss-এ আসছেন 'কুইন' কঙ্গনা। ভাবছেন, সলমনের শোয়ে কঙ্গনা! আজ্ঞে হ্যাঁ, এটাই ঘটতে চলেছে। বিগ বসের সাম্প্রতিক প্রমোয় তেমনই উঠে এসেছে।
কী আছে Bigg Boss-17র নতুন প্রমোয়?
শুরুতেই দেখা যাচ্ছে, Bigg Boss-17-র মঞ্চে এসে নিজের সঙ্গে নিজেই দর্শকদের আলাপ করিয়ে দেন। তবে সেটা সলমনের স্টাইল নকল করে। এরপর কঙ্গনার কথা শেষ না হতেই পিছু ঘুরে সল্লুকে দেখতে পান 'কুইন'। হাসতে হাসতে সেখানে ঢোকেন ‘ভাইজান’। তারপর কেমন আছেন প্রশ্ন করে সলমনকে জড়িয়েও ধরেন কঙ্গনা। এরপর সলমন মজা করে তাঁকে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি তবে আমাকেও ছাড়বেন না? কী বেশ ডায়ালগ টা!’ মনে করিয়ে দিয়ে কঙ্গনা বলেন, ‘ছেড়োঁগে তো ছোড়েঙ্গে নেহি’। অর্থাৎ কেউ কিছু করলে, তিনিও ছেড়ে কথা বলবেন না। এরপর সল্লু কঙ্গনাকে প্রশ্ন করেন, ‘যদি কেউ আপনার সঙ্গে ফ্লার্ট করেন, তাহলে?’ উত্তরে 'কুইন'ও মজা করে বলেন, ‘যদি বিপরীতে আপনার মতো হ্যান্ডসাম কেউ থাকেন, তাহলে মনের কথা শুনব।’এমন কথায় সল্লু অবশ্য বেশ খুশিই হয়।
আরও পড়ুন-টুকুস করে পান মুখে নিয়ে জড়িয়ে ধরে এ কী করলেন স্বস্তিকা! লজ্জা পেলেন সোহিনী…
আরও পড়ুন-সদ্যোজাতকে কোলে নিয়ে আবেগে ভাসলেন কঙ্গনা, শুভেচ্ছার বন্যায় ভাসলেন 'কুুইন'
আরও পড়ুন-হাজরা পার্কের পুজোয় অষ্টমীর অঞ্জলি দিলেন, ক্ষণিকের জন্য অটোওয়ালা সাজলেন প্রসেনজিৎ
এরপর সলমন বলেন, ‘ধরুন, যদি কোনও সহ-অভিনেতা আপনার সঙ্গে ফ্লার্ট করছেন, কী উত্তর দেবেন?’ কঙ্গনা জবাব দেন, ‘নির্ভর করছে, উনি কী বলছেন? তাহলে একবার আপনি সকলের সামনে নিজের ফ্লার্টিং দক্ষতা দেখিয়েই দিন। সব মেয়েরাই সেটা দেখতে চাইবেন।’ এরপর সলমন মজা করে কঙ্গনার উদ্দেশ্যে বলেন, ‘আর আপনি এমনিতেও বড়ই সুন্দর দেখতে লাগছেন। কিন্তু আগামী ১০ বছর পর কী করবেন!’ এমন কথায় হেসে ফেলন কঙ্গনা। এরপর সলমনের সঙ্গে Bigg Boss-17-র মঞ্চে জমিয়ে নাচতেও দেখা যায় কঙ্গনাকে।
প্রসঙ্গত, Bigg Boss-17র উইকেন্ড কা ভার পর্বে সলমনের মুখোমুখি হবেন কঙ্গনা রানাওয়াত। নিজের ছবি 'তেজস'-এর প্রচারের জন্য এই শোয়ে হাজির হতে চলেছেন তিনি।