বিগ বস এখন সবার ঘরে ঘরে পৌঁছিয়ে গিয়েছে। সেলেবদের হাঁড়ির খবর, ঝগড়া, প্রেম দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। এখন টিভি ছাড়াও OTT তেও জনপ্রিয় রিয়েলিটি শো দেখা যায়। ২০২১ সাল থেকে শুরু হয়েছে বিগ বস OTT। হিসেব মতো এই বছর এই রিয়েলিটি শোয়ের তৃতীয় সিজন হওয়ার কথা ছিল। কিন্তু জানা যাচ্ছে এই বছর আসছে না বিগ বিস OTT ৩। এমনটাই ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে। তাদের তরফে বলা হয়েছে কালার্স টিভি এবং জিও সিনেমা এই রিয়েলিটি শোয়ের তৃতীয় সিজন আনবে না স্যাচুরেশন হয়ে যাওয়ার জন্য।
বিগ বস OTT ৩ আসবে না
মাঝে শোনা যাচ্ছিল বিগ বস OTT ৩ এর এই বছর ১৫ মে থেকে সম্প্রচার শুরু হবে। কিন্তু উপরোক্ত সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে তাদের এক সূত্রের তরফে জানানো হয়েছে বিগ বস OTT এই বছর আসবে না কারণ প্রতি বছর দুটো করে বিগ বস দেখে দেখে ক্লান্ত দর্শকরা। তাই এই শোয়ের অতিরিক্ত এক্সপোজার কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ২০২৪ সালে বিগ বস আসবেই না। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কালার্স টিভি এবং জিও সিনেমার তরফে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: হ্যাকারদের খপ্পরে রুক্মিণী! সকলকে সচেতন করে দেব - প্রেয়সী বললেন, 'কেউ যদি আমার নামে...'
বিগ বস প্রসঙ্গে
বিগ বস শোটি ভীষণই জনপ্রিয় একটি রিয়েলিটি শো। ২০০৬ সালে প্রথমবারের জন্য এটির সম্প্রচার শুরু হয়। ২০১০ সাল থেকে সলমন খান এই শোয়ের সঞ্চালনা করছেন। ২০২১ সালে এই শোয়ের OTT ভার্সন শুরু হয়। করণ জোহর এই শোয়ের প্রথম পর্বের সঞ্চালনা করেছেন। দ্বিতীয় সিজনে সলমন খানই দায়িত্ব নেন সঞ্চালনার। বিগ বস OTT এর প্রথম সিজনে দিব্যা আগরওয়াল প্রথম হয়েছিলেন। দ্বিতীয় সিজনে বিজয়ী হন এলভিস যাদব।
আরও পড়ুন: সৌরসেনীর জন্মদিনেই প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন নিখিল! শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন নুসরতের প্রাক্তন
বিগ বস OTT ২ থেকে একাধিক অংশগ্রহণকারীরা পরিচিতি পেয়েছিল। শিজান খান, আরহান বেহল, প্রতীক্ষা হনমুখ, প্রমুখ খ্যাতি পেয়েছেন।