৫৫ বছরে পা দিলেন লর্ড ববি। শনিবার ২৭ জানুয়ারি জন্মদিন তাঁর। এদিন ভাইয়ের জন্মদিন উপলক্ষ্যে বেশ কিছু ক্যান্ডিড ছবি পোস্ট করেন সানি দেওল। তাঁদের এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইকে শুভেচ্ছা জানান ববি দেওল। ইনস্টাগ্রামে সানি যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাঁদের বাবা ধর্মেন্দ্রকেও দেখা যাচ্ছে।
ববি দেওলের জন্মদিনে সানি দেওলের পোস্ট
ভাইয়ের জন্মদিন উপলক্ষ্যে এদিন সানি দেওল ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে তিনি ববির জন্য লেখেন, 'শুভ জন্মদিন আমার ছোট্ট লর্ড ববি। শুভ জন্মদিন আমার প্রাণ।' সঙ্গে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন ব্রাদার, দেওল।
আরও পড়ুন: 'আমি গর্বিত', নাইটক্লাবের গায়িকা থেকে পদ্মভূষণ প্রাপক! নিজের সফর নিয়ে কী বললেন ঊষা উত্থুপ?
আরও পড়ুন: অপেক্ষার অবসান! শুরু হল বাংলার ম্যাগনাম ওপাস দেবী চৌধুরানীর শুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি?
সানি দেওল এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে প্রথম ছবিতে তাঁদের দুই ভাইকে একে অন্যকে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পরের ছবিতে তাঁরা যে সম্প্রতি কফি উইথ করণে এসেছিলেন সেখানকার একটি ছবি দেখা যাচ্ছে।
অনেকেই সানি দেওলের এই পোস্টে ববি দেওলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'শুভ জন্মদিন ববি! অনেক ভালোবাসা নিও।' এরপর আরেক ব্যক্তি লেখেন, ' তুমি একজন ভালো মনের মানুষ। এমনই থেকো। শুভ জন্মদিন।' তৃতীয় ব্যক্তি লেখেন, ‘আপনাদের পরিবারটা আমার সব থেকে পছন্দের পরিবার।’
ববি এবং সানি দেওলের প্রজেক্ট
ববি দেওলকে শেষবার অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছে। সেই ছবিতে তাঁর অংশ খুবই কম হলেও, কোনও সংলাপ না থাকলেও তাতেই তিনি সবার নজর কেড়েছেন। সেই ছবিতে তাঁর এন্ট্রি সং তো এখনও ট্রেন্ডিং। বক্স অফিসেও তুমুল সাফল্য পেয়েছে এই ছবিটি। ২০২৩ সালের অন্যতম হিট ছবি হল অ্যানিম্যাল। এখানে মুখ্য ভূমিকায় রণবীর কাপুর এবং রশ্মিকা মন্দানাকে দেখা গিয়েছে। ছবিটির পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা।
আরও পড়ুন: 'বেশি দরাদরি করলে বলে...', বলিউড তারকাদের আয় নিয়ে ইঙ্গিত নওয়াজের! কোন অভিনেতা কত করে নেন প্রতি ছবি?
অন্যদিকে সানি দেওলকে শেষবার গদর ২ ছবিতে দেখা গিয়েছিল। এটি তাঁর গদর এক প্রেম কথা ছবিটির সিক্যুয়েল। এটিও বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। এই ছবিটিও ২০২৩ সালে মুক্তি পেয়েছে।