বাংলা নিউজ > বায়োস্কোপ > চাকরি না করা নিয়ে অশান্তি! বলিউড অভিনেতার গাড়ির চালককে খুন করল ছেলে
৫৩ বছরের এক বৃদ্ধ, যিনি বলিউডের এক অভিনেতার গাড়ির ড্রাইভার ছিলেন খুন হয়েছেন সম্প্রতি। ওই ব্যক্তিকে খুনের অভিযোগ রয়েছে তাঁর ২৪ বছরের ছেলের উপরেই। মতবিরোধের কারণেই নিজের বাবাকে খুন করেন ওই তরুণ বলে অভিযোগ।
পুলিশ নির্যাতিতর ছেলেকে গ্রেপ্তার করেছে এবং ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (খুনের শাস্তি) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, মুম্বইের আন্ধেরির বাসভবনেই লোহার রড দিয়ে আক্রমণ করে ওই তরুণ নিজের বাবাকে। আক্রমণের পর তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। শনিবার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশের তরফে জানানো হয়েছে, প্রায় দু মাস কাজ না করার জন্য ছেলের সঙ্গে অশান্তি করেন এই ব্যক্তি। যার এরকম মারাত্মক ফলাফল।
আপাতত চলছে তদন্ত।
বায়োস্কোপ খবর