একটি ছবিতে লাল জামা পরা একটি কিশোরী মেয়েকে দেখা যাচ্ছে হাসিমুখে। আরেকটি ছবিতে তার বয়স যেন আরও কম। এই ছবিগুলো কিন্তু বর্তমানে বলিউডের এক বিখ্যাত অভিনেত্রীর। ছোটবেলার এই ছবিগুলো দেখে তাঁকে চিনতে পারলেন? আচ্ছা একটু হিন্ট দিচ্ছি। তাঁর মাসি কিন্তু টলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী। এবার কাকিমা আর খুড়তুতো বোনও কিন্তু বলিউডে নিজেদের ছাপ রেখেছেন। হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন। ইনি হলেন রানি মুখোপাধ্যায়।
আরও পড়ুন: 'আমার মতো বেহেড মাতালকে ও...' মদের নেশার জন্য ভেঙেছে প্রথম বিয়ে, জাভেদকে কী করে সামলেছিলেন শাবানা?
রানি মুখোপাধ্যায়ের জন্মদিন
রানি মুখোপাধ্যায় ৪৫ বছরে পা দিলেন। ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেছেন তিনি। তাঁর মাসি হলেন দেবশ্রী রায়। আর খুড়তুতো বোন হলেন কাজল। ফলে সিনে জগতের সঙ্গে অভিনেত্রীর যোগযোগ ভীষণই নিবিড় তাও ছোট থেকেই। ১৯৯৬ সালে বিয়ের ফুল ছবির মাধ্যমে ডেবিউ করেন তিনি। এরপর টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেন। আর ধীরে ধীরে তিনি বম্বের 'রানি' হয়ে ওঠেন প্রকৃত অর্থেই।
আরও পড়ুন: সুরা খানকে ভাই বিয়ে করুক চাননি অর্পিতা - আলভিরা? গুঞ্জন উড়িয়ে আরবাজ বললেন, 'যিনি এটা বলেছেন তিনি...'
বর্তমানে তিনি আদিত্য চোপড়া এবং মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন। মাঝে মধ্যে নারী কেন্দ্রিক একাধিক ছবিতে দেখা যায়। রানি মুখোপাধ্যায়কে শেষবার মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল তাঁর সেই ছবি। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। সত্য ঘটনার উপর সেই ছবিটি তৈরি করা হয়েছিল।