বাংলা নিউজ > বায়োস্কোপ > রকি-রানির গল্পে সেন্সরের কাঁচি! বাদ মমতার উল্লেখ, রাখা যাবে না ‘ব্রা’, ‘বে****দ’ শব্দ

রকি-রানির গল্পে সেন্সরের কাঁচি! বাদ মমতার উল্লেখ, রাখা যাবে না ‘ব্রা’, ‘বে****দ’ শব্দ

কড়া সেন্সর বোর্ড 

Rocky Aur Rani Kii Prem Kahaani: ‘খেলা হবে’! রণবীর-আলিয়ার ছবি থেকে সেন্সর বোর্ড ছেঁটে ফেলল মমতা বন্দ্যোপাধ্য়ায় ও লোকসভার উল্লেখ। ‘ব্রা’, ‘ওল্ড মঙ্ক’-এর মতো শব্দও রাখা যাবে না ছবিতে! 

‘আদিপুরুষ’ বিতর্কের পর কড়া সেন্সর বোর্ড। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পেতে চলেছে আগামী সপ্তাহে। তবে সেন্সর সার্টিফিকেট পেতে ছবি ছবিতে বেশকিছু পরিবর্তন আনতে হল পরিচালক-প্রযোজক করণ জোহরকে। 

এই ফ্যামিলি ড্রামার একাধিক শব্দ ও বেশকিছু দৃশ্যে কাঁচি চালালো সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। বেশকিছু অশ্লীল শব্দ ছবি থেকে ছেঁটে ফেলেছে সেন্সর বোর্ড। ছবির ট্রেলারে আলিয়ার মুখে ‘খেলা হবে’ স্লোগান শুনে চমকে গিয়েছিল গোটা বাংলা। তবে ছবির একটি দৃশ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রসঙ্গ টানা হয়েছিল, সেটিকে বাদ দিয়েছে সেন্সর বোর্ড। 

একাধিকবার ছবিতে ‘বে****দ’ শব্দের উল্লেখ ছিল, তার পরিবর্তে ‘বেহেন দি’ শব্দ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রিয় মদ প্রস্তুতকারক ব্র্যান্ড ‘ওল্ড মঙ্ক’-এর বদলে ‘বোল্ড মঙ্ক’ শব্দ ছবিতে যোগ করা বলা হয়েছে। অন্যদিকে ছবির সংলাপে লোকসভার উল্লেখ ছিল, যা পাকাপাকিভাবে বাদ পড়েছে। পাশাপাশি একটি সিনে এক অন্তর্বাসের দোকান রয়েছে। যার বেশকিছু অংশ ‘নারীদের ছোট করেছে’ বলে মত সেন্সর বোর্ডের, তাই সেই ‘ভালগর’ দৃশ্য় বাদ পড়েছে, সঙ্গে ‘ব্রা’ শব্দটিকে পালটে ‘আইটেম’ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। 

ছবিতে বাঙালি কন্যের চরিত্রে রয়েছেন আলিয়া। রাবীন্দ্রিক ভাবনার মাঝে বড় হয়েছে সে, এমনটাই উঠে আসবে ছবিতে। ট্রেলারের একটি দৃশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনতে না পেরে রকি তাঁর ছবি দেখে ‘দাদাজি’ বলে উল্লেখ করে বসে। জানা যাচ্ছে, সেই সিকুয়েন্সের একটি শব্দ পালটে ‘কই ফিল্টার’ যোগ করা হয়েছে। রবীন্দ্রনাথ সম্পর্কিত দৃশ্যটি বাদ পড়েছে কিনা তা নিশ্চিত নয়। 

জানা যাচ্ছে, ১৯শে জুলাই সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছে ধর্মা প্রোডাকশন। সেন্সর সার্টিফিকেট অনুসারে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র রান টাইম বা দীর্ঘ ২ ঘন্টা ৪৮ মিনিটের, যা বর্তমান সময়ানুসারে বেশ বড়। 

রণবীর-আলিয়ার এই ছবিতে অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবনা আজমিরা। দেখা মিলবে টলিউডের চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীর। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

গল্ফ খেলার জন্য নেই বোলিং কোচ, এদিকে কচুকাটা হচ্ছে ইংল্যান্ড, ব্যাজ কী বলছেন? শ্যুটিং সেটের দেওয়াল পড়ল পিঠে! দুর্ঘটনায় গুরুতর আহত গায়িকা তুলসী কুমার এ দৃশ্য আগে কখনও দেখেছে বিশ্বফুটবল…! বুন্দেসলিগায় অবাক কীর্তি…আজব পেনাল্টি উপহার ধৌলাগিরি শৃঙ্গ জয় করতে এসে প্রাণ গেল ৫ রুশ পর্বতারোহীর, মিলল দেহের খোঁজ পাকিস্তানেও ঘটা করে পালিত হচ্ছে দুর্গাপুজো, ভিডিয়ো দেখে অবাক নেটিজেনরা বলছেন… ডিউটি না করলে চাকরি ছাড়ুন, ডাক্তারদের হুঁশিয়ারি কুণালের,আপনি নিট দিন,পালটা জবাব 'অন্তরের বাচ্চাটা আজ বেজায় খুশি!' বেন ১০ এর টাইটেল ট্র্যাক গাইছেন সুনিধি চৌহান! সৌর ও জলবিদ্যুৎ প্রকল্পে হাত অনিল আম্বানির, ভুটানে রিলায়েন্সের বড় ব্যবসা শুরু বেশি মাইনের আশায় PSU সংস্থার অফার ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা-IIT Mandi পুজোয় রসনা তৃপ্ত হোক দক্ষিণী স্টাইলের কাঁকড়া রোস্টে, রেঁধে ফেলুন এভাবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.