Chak De India actress Tanya Abrol married: দীর্ঘ দিনের প্রেমিক আশিস ভার্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ‘চক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেত্রী তানিয়া আব্রোল। বিয়েতে হাজির ছিলেন রুবিনা দিলায়েক এবং অভিনব শুক্লা। দেখুন বিয়ের সাজে অভিনেত্রীকে-
1/6বিয়ের পিঁড়িতে বসলেন ‘চক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেত্রী তানিয়া আব্রোল। দীর্ঘ দিনের প্রেমিক আশিস ভার্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়েতে হাজির ছিলেন রুবিনা দিলায়েক এবং অভিনব শুক্লা। (ছবি ইনস্টাগ্রাম)
2/6সবুজ ব্লাউজের সঙ্গে বেগুনি রঙের লেহেঙ্গা চোলিতে সেজে বিয়ের পিঁড়িতে বসেন তানিয়া। গলায় ভারী হার এবং দু-হাতে চূড়া পরেছেন অভিনেত্রী।
3/6তানিয়া শাহরুখ খান অভিনীত ‘চক দে ইন্ডিয়া’ সহ অনেক হিন্দি ছবিতে অভিনয় করেছেন। নববধূর সাজে তানিয়ার সঙ্গে একগুচ্ছ ক্যানডিড ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন অভিনব শুক্লা।
4/6বহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তানিয়া। ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে বলবীর কৌর-এর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
5/6নেটদুনিয়ায় তানিয়ার বিয়ের ছবি হু হু করে ভাইরাল। অভিনেত্রীকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন সকলে।
6/6তানিয়ার বিয়েতে কালোর মধ্য়ে সাদা এবং সোনালি কাজ করা শাড়িতে ধরা দেন রুবিনা। অন্যদিকে ধূসর ফুলহাতা শার্টের সঙ্গে ধূসর রঙের ফর্ম্যাল প্যান্টে দেখা মেলে অভিনবের।