বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh Concert: অরিজিৎ-কে অনুষ্ঠানের অনুমতি দিল না পুলিশ! কেন বিতর্কে গায়কের চণ্ডীগড় কনসার্ট?

Arijit Singh Concert: অরিজিৎ-কে অনুষ্ঠানের অনুমতি দিল না পুলিশ! কেন বিতর্কে গায়কের চণ্ডীগড় কনসার্ট?

বিতর্কে অরিজিতের কনসার্ট  

Arijit Singh’s Chandigarh concert: ‘চলেয়া’ গায়কের চণ্ডীগড় কনসার্ট ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইতিমধ্যেই হাজার হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে, আগামী মাসের ৪ তারিখ পারফর্ম করার কথা অরিজিতের কিন্তু হঠাৎ করেই বেঁকে বসেছে পুলিশ।

বছরের শুরুতেই ইকো পার্কে অরিজিৎ সিং-এর কনসার্ট ঘিরে তৈরি হয়েছিল জটিলতা। ঘটনা নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি কম হয়নি। শেষে ভেনু বদলে অ্য়াকোয়াটিকায় পারফর্ম করেন গায়ক। ফের অরিজিৎ-এর শো, তবে এবারের ঘটনা এ রাজ্যের নয়। ‘চলেয়া’ গায়কের চণ্ডীগড় কনসার্ট  ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইতিমধ্যেই হাজার হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে, আগামী মাসের ৪ তারিখ পারফর্ম করার কথা অরিজিতের কিন্তু হঠাৎ করেই বেঁকে বসেছে পুলিশ।

সেক্টর ৩৪-এর এগজিবিশন গ্রাউন্ডে অরিজিতের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পার্কিং নিয়ে উদাসীন আয়োজকরা, জানিয়েছে পুলিশ। পার্কিং-এর ব্যবস্থা না করার জেরেই কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ। 

পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়, অরিজিতের কনসার্টে কমপক্ষে ৫০০০ গাড়ি আসবে। কিন্তু আয়োজকদের তরফে পার্কিং-এর পরিকল্পনার কথা প্রশাসনকে জানানো হয়নি। চণ্ডীগড়ের ডেপুটি কমিশনারের কাছে এই প্রসঙ্গে লিখিত কারণ জানিয়েছ পুলিশ। অরিজিতের কনসার্টে কমপক্ষে ২০ হাজার দর্শক আসবে, কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। কিন্তু পার্কিং-এর সঠিক ব্যবস্থা না থাকলে পুলিশের তরফে সেই দায়িত্ব পালন করতে বাধা সৃষ্টি হবে, তাই এই সিদ্ধান্ত। 

খবর, অরিজিতের কনসার্টের ৭০০০ হাজার টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এই টিকিটের দাম ১৮০০ থেকে ২ লাখ পর্যন্ত! শেষ মুহূর্তে অনুমতি না মেলায় মাথায় হাত আয়োজকদের। তবে তাঁরা নিশ্চিত নির্ধারিত দিনেই হবে অরিজিতের কনসার্ট। তারিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড-এর তরফে এই শো আয়োজন করা হয়েছে। তাঁদের তরফে হিন্দুস্থান টাইমসকে জানানো হয়- ‘আমরা একটি খালি জায়গা পার্কিংয়ের জন্য নিশ্চিত করেছি। আমরা কিছু খালি জায়গাও পারছি। আমাদের টিম যাবতীয় ব্যবস্থা করছে। নির্ধারিত দিনেই কনসার্ট হবে।’

পুলিশের তরফে ভেনু বদলের কথা বললে আয়োজকরা রাজি হননি। সেক্টর ৩৪-এর দুটি গ্রাউন্ড বাই কার্নিভ্যাল এবং অন্য প্রদর্শনীর জন্য এখন ব্যস্ত। তাই তারিখ বদল বা কনসার্টের স্থান পরিবর্তনের কথা জানিয়েছিল পুলিশ, তাতে রাজি নন আয়োজকরা। পুলিশের পার্কিং পরীক্ষা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে আশাবাদী তাঁরা, বিস্তারিত পরিকল্পনা জানিয়ে নতুন আবেদন জমা দিতে হবে তাঁদের। দ্বিতীয় দফায় কি অনুমতি মিলবে? উত্তর ঘিরে ধোঁয়াশা। এর আগে মে মাসের শেষে চণ্ডীগড় কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ভারী বৃষ্টিপাতের জেরে এই ওপেন এয়ার কনসার্ট বাতিল হয়েছিল। 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest IPL News

দলের কেউ সিনিয়র-জুনিয়র নয়, KKR-কে ফাইনালে তুলতে ১ম দিনেই গুরুমন্ত্র দেন গম্ভীর KKR-এর বোলিংয়ে কুপোকাত SRH, উচ্ছ্বাসে ভাসলেন সুহানা,আব্রামকে জাপটে আদর শাহরুখের রাসেলের দুরন্ত রান-আউট, মাথা নীচু করে সিঁড়িতে বসে রাহুল, 'কেউ হাগ কর', বলল সকলে আগুনে মেজাজে স্টার্ক,পঞ্চম ওভারে পরপর ২ উইকেট সহ পাওয়ার প্লে-তেই নিলেন ৩- ভিডিয়ো হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে- MI-এর ব্যর্থতা নিয়ে দাবি হরভজনের দ্বিতীয় বলেই হেডের স্টাম্প গুঁড়িয়ে দিলেন স্টার্ক, DRS নিলে পেতেন আরও ১টি উইকেট IPL থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণার মাঝেই,রাঁচিতে বাইকে ঘুরে বেড়াতে দেখা গেল ধোনিকে IPL 2024: KKR আত্মবিশ্বাসী,কিন্তু আত্মতুষ্ট নয়- SRH-কে সতর্ক করলেন পাক কিংবদন্তি ক্রিকেট নিয়ে ৭০ সেকেন্ডও আমাদের কথা হয়নি- শাহরুখকে সেরা মালিকের তকমা গম্ভীরের কোয়ালিফায়ারের আগে KKR-কে উদ্দীপ্ত করলেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেন- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.