হিন্দি টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ, তবে আজকাল ব্যক্তিগত কারণে, প্রায়ই খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী চারু আসোপা। হাজার হোক সুস্মিতা সেনের ভাইয়ের সদ্য প্রাক্তন স্ত্রী তিনি। বহু চড়াই-উৎরাই-এর পর ২০২৩-এর ৪ জুন বিবাহ-বিচ্ছেদ হয় চারু আসোপা ও রাজীব সেনের। তারপর থেকে মেয়ে জিয়ানাকে একা হাতেই বড় করে তুলছেন চারু। যদিও বিয়ে ভাঙলেও প্রাক্তন স্বামী রাজীব এবং সেন পরিবারের সঙ্গে সু-সম্পর্ক রয়েছে চারুর।
তবে এতকিছুর পরও একা মেয়েকে বড় করা, সঙ্গে কাজটাও চালিয়ে যাওয়া চারুর পক্ষে নেহাতই সহজ হচ্ছে না। সম্প্রতি নিজের ভ্লগে কঠিন লড়াই ও তাঁর সঙ্গে ঘটনা হৃদয়বিদারক ঘটনার কথা তুলে ধরেছেন চারু আসোপা। জানিয়েছেন, সিঙ্গল ও ওয়ার্কিং মাদার হওয়ার কারণে, কীভাবে তাঁকে ভাড়া বাড়ি ছাড়তে হয়েছে।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় গাড়ির মধ্যে কাঁদতে দেখা যাচ্ছে চারু আসোপাকে। চারুকে বলতে শোনা যায়, ‘আমাদের সমাজে একজন নারী যাই করুক না কেন, যতই এগিয়ে যাক না কেন, সে কখনওই মানুষের ভাবনা বদলাতে পারে না। আজও নারীকে ঘর ভাড়া দেওয়ার আগে তার সঙ্গে পুরুষের নাম জুড়ে দেওয়া হয়। আর সেটা না থাকলে, তাকে তার বাড়ি ভাড়া দেওয়া হয় না। আমাদের দেশের নারীর অবস্থা দেখে খারাপ লাগে। আর যাঁরা একা মহিলাদের বাড়ি ভাড়া দিতে অস্বীকার করেন তাঁরাই বাইরে গিয়ে নারী ক্ষমতায়নের নামে বড় বড় বক্তৃতা দেন। যে দেশে নারীদের পুজো করা হয়, সেই দেশেই নারীদের এই অবস্থা।’
আরও পড়ুন-২০২৩-এর ১২ মার্চ, ওই দিনই তো ঐন্দ্রিলা-সব্যসাচীর বিয়ের কথা ছিল, বলছেন শিখা শর্মা
আরও পড়ুন-‘আমার কি ওকে বিয়ে করা উচিত?’ আলিয়াকে দেখে বলেছিলেন রণবীর, ফাঁস করলেন আরেক রণবীর
প্রসঙ্গত, কিছুদিন আগে চারু জানিয়েছিলেন, তিনি মেয়েকে নিয়ে বাসস্থান পরিবর্তন করতে চাইছেন, কারণ, তিনি কর্মস্থলের কাছেই থাকতে চাইছেন। যাতে কাজের ফাঁকে মেয়েকে দেখাশোনাও করতে পারেন। আর সেই বাড়ি পরিবর্তন করতে গিয়েই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে চারুকে।
এদিকে রাজীব সেনের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হলেও প্রাক্তন স্বামীর সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখেছেন চারু। সম্প্রতি মেয়ে জিয়ানার দু'বছরের জন্মদিনও রাজীব এবং পুরনো শ্বশুরবাড়ির সঙ্গে মিলেই পালন করতে দেখা যয়া তাঁকে। আবার ফাদার্স ডে-মেয়ের বাবাকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি চারু আসোপা। আবার গণেশ চতুর্থীতেও চারুর বাড়িতে হাজির হতে দেখা গিয়েছিলেন রাজীব সেনকে।