বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir-Alia-Ranveer: ‘আমার কি ওকে বিয়ে করা উচিত?’ আলিয়াকে দেখে বলেছিলেন রণবীর, ফাঁস করলেন আরেক রণবীর

Ranbir-Alia-Ranveer: ‘আমার কি ওকে বিয়ে করা উচিত?’ আলিয়াকে দেখে বলেছিলেন রণবীর, ফাঁস করলেন আরেক রণবীর

রণবীর সিং-রণবীর কাপুর-আলিয়া

Koffee With Karan-এর সিজন ৭-এ আলিয়ার সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর সিং। আর সেখানেই রণবীর (সিং) ফাঁস করেন, একবার রণবীর কাপুর স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এর সেটে হাজির হয়েছিলেন। যেটা কিনা ছিল আলিয়ার ডেবিউ ছবি। সেই সেটেই রণবীর কাপুর করণকে বলেছিলেন, ‘আমি কি ওকে বিয়ে করা উচিত?’ যদিও সেটা ছিল নেহাতই মজা…।

এখন তাঁরা বিবাহিত দম্পতি, একসন্তানের বাবা-মাও হয়েছেন রণবীর-আলিয়া। বহু ছোট থেকেই 'কাপুর নন্দন' রণবীরের প্রতি নিজের ক্রাশের কথা প্রকাশ্যে বলতে কখনও দ্বিধা করেননি আলিয়া। তবে একবার কফি উইথ করণ-এ এসে অন্য কথা ফাঁস করেছিলেন অন্য এক রণবীর (সিং)।

রণবীর সিং ফাঁস করেছেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সেটেই নাকি আলিয়াকে বিয়ের ইচ্ছা প্রকাশ করে বসেছিলেন 'মিস্টার কাপুর'। হ্য়াঁ ঠিকই শুনছেন। আর একথা জানা ছিল না খোদ আলিয়ারও। Koffee With Karan-এর সিজন ৭-এ আলিয়ার সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর সিং। আর সেখানেই রণবীর (সিং) ফাঁস করেন, একবার রণবীর কাপুর স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এর সেটে হাজির হয়েছিলেন। যেটা কিনা ছিল আলিয়ার ডেবিউ ছবি। সেই সেটেই রণবীর কাপুর করণকে বলেছিলেন, ‘আমি কি ওকে বিয়ে করা উচিত?’ যদিও কথাটা সেসময় নেহাতই মজা করে বলেছিলেন রণবীর। কারণ, তখন ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর কাপুর।

আরও পড়ুন-'করণ জোহর ঘর ভেঙেছেন', কফি উইথ করণ-এ এসে বেফাঁস বরুণ, শুনে চেয়ার ছাড়লেন KJO

আরও পড়ুন-২০২৩-এর ১২ মার্চ, ওই দিনই তো ঐন্দ্রিলা-সব্যসাচীর বিয়ের কথা ছিল, বলছেন শিখা শর্মা

আরও পড়ুন-'নায়িকাদের টেনে বিছানায় নিয়ে যেতাম, ভেবেছিলাম ওকে…' মনসুরের মন্তব্যে বেজায় চটেন তৃষা, সাফাই অভিনেতার

রণবীর সিং-এই কথাটা ফাঁস করার পর বিষয়টিতে সম্মতি প্রকাশ করেন খোদ করণ জোহরও। আলিয়া সেসময় এমন কথায় অবাক হয়ে জানিয়েছিলেন, এবিষয়টা তাঁর জানা ছিল না। যদিও আলিয়া জানিয়েছিলেন, তাঁর আর রণবীরের সম্পর্কের সূত্রপাত হয়েছিল 'ব্রহ্মাস্ত্র'-র শ্যুটিংয়ের আগে। যখন তাঁরা ওয়ার্কশপের জন্য ইজরায়েল উড়ে গিয়েছিলেন। 

দীর্ঘ প্রেমপর্বের পর ২০২২-এর ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর-আলিয়া। ২০২২-এর ৯ সেপ্টেম্বর যখন 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পেল, তখন ইতিমধ্যেই আলিয়া অন্তঃসত্ত্বা। প্রসঙ্গত, 'ব্রহ্মাস্ত্র' ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও ছিলেন ডিম্পল কাপাডিয়া, নাগার্জুন, মৌনি রায় এবং অমিতাভ বচ্চন। প্রসঙ্গত, কফি উইথ করণ-এর সিজন ৮-এ উপস্থিত হয়েছেন রণবীর-আলিয়া। কবে এবার রণবীর সিং এসেছিলেন দীপিকার পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে, আর আলিয়া আসছেন ননদ করিনার সঙ্গে। নাহ, রণবীর কাপুর অবশ্য এধরনের শো নিয়ে বিন্দুমাত্র আগ্রহী নন। 

 

বন্ধ করুন