ছোট থেকেই নাকি তাঁর হাতে অনেক জোর। এমনটাই দাবি জানিয়ে পুচকে বয়সেই এই ছবি শেয়ার করেছেন এক বলিউড নায়িকা। ছবিতে খুদেকে মাটিতে হাঁটু গেড়ে হাতের উপর ভর দিয়ে বসে থাকতে দেখা গিয়েছে। পরনে সাদা জামা এবং পায়ে স্নিকার্স। চিনতে পারছেন এই খুদেকে?
নবাব বাড়ির সদস্য এই খুদে। বর্তমানে বলিউডের নামকরা নায়িকা। তরুণ প্রজন্মের নায়িকাদের সঙ্গে তালে তালে মিলিয়ে বলিউডে কাজ করছেন সে। এই খুদে কিন্তু বলিউডি পরিবারে সদস্য। তাঁর ঠাকুমা, বাবা, মা-ও বলিউডের নামী খুব। আর বরঞ্চ হেঁয়ালি না করে নামটা বলেই ফেলা যাক। এই খুদে আর কেউ নয়, অভিনেত্রী সারা আলি খান। অভিনেতা সইফ আলি খান এবং অভিনেত্রী অমৃতা সিংয়ের বড় মেয়ে। সারার একটি ছোট ভাইও রয়েছে, নাম ইব্রাহিম আলি খান। আরও পড়ুন: মুখ তো সব সময় ঢাকাই থাকে! তাহলে স্বামী রাজকে জন্মদিনে কেন ‘আয়না’ দিলেন শিল্পা
সম্প্রতি এই ছোটবেলার ছবি এবং জিমে ঘাম ঝরানোর ছবি শেয়ার করেছেন সারা। ক্যাপশনে লিখেছেন, ‘ছোট থেকেই আমার বাহু শক্ত। নয়তো আমাকে কিং কংয়ের মতো দেখাতো’। এই তরুণ বলি সুন্দরী অবশ্য দারুণ ফিটনেস ফ্রিক। নিয়মিত জিম এবং ডায়েটের মধ্যে থাকেন তিনি।
সইফ-অমৃতার ডিভোর্সের পর দুই ছেলেমেয়ে অমৃতার কাছেই থাকে। তবে বাবা হিসেবে দুই ছেলেমেয়ের দায়িত্বও পালন করেন সইফ। পাড়াশোনা শেষ করার পর বলিউডে পা রাখার জন্য কঠোর পরিশ্রম করেন সইফ করা। বাড়তি ওজন ঝরিয়ে নিজেকে স্লিম ট্রিম করেন সারা। অতিরিক্ত ওজন ঝরানোর জন্য জিমে ঘণ্টার পর ঘণ্টা কঠোর পরিশ্রম এবং ডায়েট করতে হয়েছে সারাকে।
অভিষেক কাপুরের ছবি ‘কেদারনাথ’ দিয়ে বলি ডেবিউ হবে সারার। এ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা যাবে সইফ তনয়াকে। বি-টাউনের অনেকেই জানেন, সারার অন্যতম মেন্টর হলেন সৎ মা করিনা কাপুর খান। তিনি নাকি চেয়েছিলেন করণ জোহরের হাত ধরে সারার ডেবিউ হোক। করণ ইতিমধ্যেই আলিয়া ভাট, বরুণ ধাওয়ানের মতো তারকাদের এন্ট্রি করিয়েছেন। কিন্তু সারার মা অমৃতা সিংয়ের সঙ্গে করণের মনোমালিন্যের কারণে নাকি তাঁর ছবিতে ডেবিউ করেননি সারা।
কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক সারা। 'সিম্বা' সহ একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন। নেটমাধ্যমে দারুণ জনপ্রিয় তিনি। অভিনয় এবং কাজের ব্যস্ততার ফাঁকে দারুণ ঘুরতে ভালোবাসেন।