বাংলা নিউজ > বায়োস্কোপ > Shilpa Shetty on Raj Kundra: মুখ তো সব সময় ঢাকাই থাকে! তাহলে স্বামী রাজকে জন্মদিনে কেন ‘আয়না’ দিলেন শিল্পা

Shilpa Shetty on Raj Kundra: মুখ তো সব সময় ঢাকাই থাকে! তাহলে স্বামী রাজকে জন্মদিনে কেন ‘আয়না’ দিলেন শিল্পা

রাজের জন্মদিনে ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পা

Shilpa Shetty on Raj Kundra Birthday: রাজ কুন্দ্রার জন্মদিনে দীর্ঘ পোস্টে বিশেষ বার্তা লিখেছেন শিল্পা শেট্টি। শেয়ার করেছেন ভিডিয়ো-

স্বামী রাজ কুন্দ্রার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। দেখেই বোঝা যাচ্ছে কোথাও বেড়াতে গিয়ে তোলা। ভিডিয়োতে স্বামী রাজের হাত ধরে বেশ রোম্যান্টিক মেজাজে দেখা মিলেছে নায়িকার। রাজ কুন্দ্রাকে দেখা গিয়েছে ফুরফুরে মেজাজে।

জন্মদিনের বিশেষ শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দীর্ঘ পোস্টে রাজের জন্য শিল্পা লিখেছেন, ‘এই জন্মদিনে তোমায় আয়না উপহার দিচ্ছি, আমি যা দেখতে পাই যেন তুমি সেটা দেখতে পাও। মজার, সহৃদয়, বিবেকবান এবং প্রেমময়! একটি সুন্দর মনের নিখুঁত মানুষ হিসেবে তুমি আমার জন্য সেরা। শুভ জন্মদিন আমার কুকি। সুরক্ষিত থাকুন, সুখে থাকুন এবং আশীর্বাদ বজায় থাকুক’। দেখুন সেই ভিডিয়ো-

আরও পড়ুন: গোপনে কোনও সিনেমায় অভিনয় করলেন নাকি সিদ্ধার্থ-কিয়ারা? কাদের প্রশ্নের মুখে পড়লেন

উল্লেখ্য, গত বছর (২০২২) পর্নকাণ্ডে নাম জড়িয়েছিল শিল্পার স্বামী রাজ কুন্দ্রার। অভিযোগের ভিত্তিতে ওই বছরই হাজতবাসও হয় তাঁর। প্রায় দু’মাস জেলে কাটানোর পর ছাড়া পান রাজ।মুম্বইয়ের আর্থার রোড জেলে ৬৩ দিন কাটিয়েছিলেন রাজ। সেসময়টা শিল্পা ও তাঁর পরিবারকে নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এরপর থেকে সবসময়ই মুখ মাস্কে ঢেকে জনসমক্ষে আসেন রাজ। তবে সেসব এখন অতীত। আপাতত একসঙ্গে সুখেই সংসার করছেন শিল্প ও রাজ।

প্রসঙ্গত, ২২ নভেম্বর, ২০০৯-এ ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে গাঁটছড়া বাঁধেন শিল্পা। ২০১২ সালের মে মাসে, দুজনের পুত্র সন্তান ভিয়ানের জন্ম হয়। ২০২০-র ফেব্রুয়ারিতে এই দম্পতি সারোগেসির মাধ্যমে মেয়ে সামিশার বাবা-মা হন।

বলিউডে পরিচিত মুখ অভিনেত্রী শিল্পা শেট্টি। বিনোদনের দুনিয়ায় প্রায় তিন দশকের কর্মজীবন পূর্ণ করতে চলেছেন ‘ধড়কন’ খ্যাত নায়িকা। সম্প্রতি OTT-তেও ডেবিউ করে ফেলেছেন তিনি। রোহিত শেট্টির ‘ইন্ডিয়ান পুলিস ফোর্স’ ওয়েব সিরিজে পুলিশ আধিকারিকের বেশে দেখা যাবে শিল্পাকে।

বন্ধ করুন