বলিউডের স্বনামধন্য অভিনেত্রী জ্যাকলিনের ফার্নান্দেজের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পেশ করার হুমকি সুকেশ চন্দ্রশেখরের। তিনি রীতিমত হুমকি দিয়ে বলেছেন এই বলি তারকার বিরুদ্ধে একাধিক প্রমাণ আছে তাঁর কাছে। প্রসঙ্গত সম্প্রতি অভিনেত্রী দিল্লি পাটিয়ালা কোর্টের কাছে গিয়েছিলেন যাতে সুকেশ তাঁর সঙ্গে কোনও ভাবে যোগাযোগ না করতে পারেন। এরপরই নাম না করে সুকেশ সাফ জানিয়ে দেন তিনি একটি নতুন চিঠিতে সেই ব্যক্তির সমস্ত চ্যাট, স্ক্রিনশট এবং রেকর্ডিং পেশ করতে পারেন নিজের বয়ান যে সত্য সেটা প্রমাণ করার জন্য। এমনটাই ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে জানানো হয়েছে।
এই রিপোর্টে আরও বলা হয়েছে যে সুকেশ দাবি করেছেন যে তিনি সেই তারকার সোশ্যাল মিডিয়া পেজের রিচ যাতে আরও বেড়ে যায়, তিনি যাতে তাঁর কলিগদের টেক্কা দিতে পারেন সেই ব্যবস্থা করছিলেন, খরচ করছিলেন তার জন্য বিপুল। ২০০ কোটি টাকার তছরুপের কেসে মূল অভিযুক্ত এদিন তাঁর চিঠিতে লেখেন যে 'পৃথিবীর সত্যটা জানা উচিত। বাস্তবটাও।'
আরও পড়ুন: প্রভাসের আদিপুরুষের থেকেও কম! প্রথমদিনের আয়ের নিরিখে সাত নম্বরে শাহরুখের ডাঙ্কি
সুকেশ এই কথা প্রকাশ্যে আবার পরই দিল্লি পাটিয়ালা দ্বারস্থ হন জ্যাকলিন ফার্নান্দেজ। সেখানে গিয়ে তিনি ম্যান্ডলি জেলার সুপার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স শাখায় গিয়ে আবেদন জানান যে তাঁরা যেন সুকেশকে আর কোনও চিঠি প্রকাশ করতে বা স্টেটমেন্ট দিতে না দেন। তাঁর মতে সুকেশের গত ১৫ অক্টোবর লেখা চিঠির বয়ান অত্যন্ত আপত্তিকর।
২০০ কোটির তছরুপের কেসে মূল অভিযুক্ত হলেন সুকেশ চন্দ্রশেখর। এই কেসে নাম জড়িয়েছিল জ্যাকলিনেরও। কিন্তু তিনি বর্তমানে অন্যতম সাক্ষী এই কেসের। তবে মাঝে মধ্যেই সুকেশ এবার চিঠি পাঠান যা তাঁকে হ্যারাস করে বলে দাবি করেছেন অভিনেত্রী। তাঁর এই কথায় সায় দিয়েছে পুলিশও। তাঁদের মতে এটা কেবল যে হ্যারাস করে সেটা নয়, সুকেশ রীতিমত ভয় দেখাতে চান সাক্ষীদের।