ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খ্যাত অভিনেতা ভিন ডিজেলের নামে গুরুতর অভিযোগ উঠল। হলিউডের এই অভিনেতার নামে তাঁর প্রাক্তন সহকারী বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছেন। এনেছেন গুরুতর অভিযোগ। অভিনেতার প্রাক্তন সহকারী দাবি করেছেন যে ২০১০ সালে অভিনেতা তাঁর সঙ্গে অসভ্যতা করেন, শ্লীলতাহানি করা হয়েছিল তাঁর। সেই ঘটনার কিছুক্ষণ পরেই তাঁকে বহিষ্কার করে দেওয়া হয় কাজ থেকে।
ভিন ডিজেলের নামে শ্লীলতাহানির অভিযোগ
লস অ্যাঞ্জেলেসের কোর্টে এই মামলা দায়ের করেছেন ভিন ডিজেলের প্রাক্তন সহকারী আস্তা জনাসন। অভিযোগকারিণী তাঁর অভিযোগে জানিয়েছেন যে অ্যাটলান্টার একটি ঘরে অভিনেতা তাঁর শ্লীলতাহানি করেছিলেন। সেই সময় ফাস্ট ফাইভ ছবির কাজ চলছিল বলেও তিনি জানিয়েছেন।
আরও পড়ুন: চরমে ভিকি-অঙ্কিতার ঝামেলা! বিগ বসে বরের থেকে ডিভোর্স চাইলেন 'পবিত্র রিশতা'র নায়িকা
আরও পড়ুন: ‘গ্যাংস্টার’ কৌশিকের মুখোমুখি অঙ্কুশ, শিকারপুরের পর এবার কোন ছবিতে দেখা মিলবে এই জুটির?
অভিযোগকারিণীর উকিল একটি বক্তব্যে লিখিত ভাবে জানিয়েছেন, 'কর্মক্ষেত্রে এই ধরনের শ্লীলতাহানির ঘটনা ততদিন বন্ধ হবে না যতদিন এই ধরনের ক্ষমতাবান পুরুষেরা সুরক্ষিত থাকছেন তাঁদের ক্ষমতা ব্যবহার করে। আমরা আশা করব এতদিন পর ও ( অভিযোগকারিণী) যে ঘটনাটা প্রকাশ্যে আনতে পেরেছে সাহস করে সেটার ন্যায় বিচার হবে। দোষীরা শাস্তি পাবে।'
কী কী অভিযোগ এনেছেন ভিন ডিজেলের প্রাক্তন সহকারী?
অভিযোগকারিণী তাঁর করা এই মামলায় জানিয়েছেন অভিনেতা তাঁর অনুমতি ছাড়াই জোর করে তাঁর স্তন মর্দন করেছিলেন। চুমুও খান জোর করে, এমনকি তাঁর সামনেই হস্তমৈথুনও করে অভিনেতা। সেদিন রাতে তিনি একাধিক মহিলার সঙ্গে হোটেলের ঘরে রাত্রিবাস করেছেন বলেও জানান ভিন ডিজেলের প্রাক্তন সহকারী।