সদ্যই দ্বিতীয়বারের জন্য বাবা মা হয়েছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। চলতি মাসেই তাঁদের সংসারে এসেছে তাঁদের ছেলে অকায়। গত ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছে সে। তারপর ২০ ফেব্রুয়ারি সেই খুশির খবর ভাগ করে নেন অভিনেত্রী নিজেই। তবে সন্তানের জন্মের পর এখনই তাঁরা দেশে ফিরছেন না বলেই জানা গিয়েছে।
আরও কিছুদিন লন্ডনে থাকবেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা
দ্বিতীয় প্রেগনেন্সির কথা যাতে কেউ না জানতে পারে তাই লন্ডনে উড়ে গিয়েছিলেন বিরাট এবং অনুষ্কা। সেখানেই তাঁদের ছেলে অকায়ের জন্য হয়েছে। তার জন্মের পর আপাতত লন্ডনেই থাকবেন তাঁরা কিছুদিন। সেই শহরটা ঘুরে দেখছেন এই ভারতীয় ক্রিকেটার।
আরও পড়ুন: বিশ্বমানের থ্রিলার বানাতে আকাশছোঁয়া বাজেট ডন ৩ এর! কত দিয়ে তৈরি হচ্ছে রণবীরের ছবি?
লন্ডনে আরও বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরই দেশে ফিরবেন বিরাট কোহলি। এসে যোগ দেবেন কাজে। ২৩ ফেব্রুয়ারি থেকে ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হয়ে গিয়েছে। রাঁচিতে চলছে এই ম্যাচ। কিন্তু সেখানে দলে থাকছেন না বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের তরফে জানানো হয়েছে তাঁরা এখনও নিশ্চিত নন যে বিরাট কবে দেশে ফিরছেন বা আবার দলে যোগ দিচ্ছেন।
অকায়ের জন্মের কথা ঘোষণা করে কী লেখেন অনুষ্কা?
ভামিকার ভাই ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছে। অনুষ্কা তাঁর পোস্টে এই খুশির খবর ভাগ করে লেখেন, 'ভীষণ আনন্দ এবং খুশির সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে হয়েছে। মন ভরা খুশি নিয়ে জানাচ্ছি ভামিকার ভাই হয়েছে, নাম অকায়।' তিনি এদিন আরও লেখেন, 'আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের জীবনের এই দুর্দান্ত সময়ের জন্য। একই সঙ্গে চাইব আপনারা যেন আমাদের এই ব্যক্তিগত সময়টা সঠিক ভাবে উপভোগ করতে দেন। প্রাইভেসি বজায় রাখতে দেন। ভালোবাসা এবং কৃতজ্ঞতা স্বীকারে বিরাট এবং অনুষ্কা।'
অকায় কথাটির অর্থ কী?
অকায় কথাটির এসেছে হিন্দি শব্দ কায়া থেকে। আর সকলেই জানেন কায়া কথাটির অর্থ দেহ বা শরীর। আর অকায় কথাটির অর্থ হল যে কায়ার থেকেও বৃহৎ। তবে এই নামটি তথা শব্দটির সঙ্গে তুরস্কের একটি যোগ আছে। সেই দেশে এই শব্দটির অর্থ উদ্ভাসিত চাঁদ। তাই আপনি যদি চান আপনার সন্তানের নাম বিরাট এবং অনুষ্কার দ্বিতীয় সন্তানের নামে রাখতেই পারেন।