সম্প্রতি সন্দেশখালি কাণ্ড নিয়ে মুখ খুললেন মিঠুন চক্রবর্তীর। তিনি এদিন বিজেপি নেতা তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন, সেখান থেকে বেরিয়েই তিনি এই বিষয়ে কথা বলেন। তারপরই তাঁর উদ্দেশ্যে তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
সন্দেশখালি নিয়ে কী বললেন মিঠুন চক্রবর্তী?
এদিন মিঠুন সন্দেশখালি কাণ্ড নিয়ে বলেন, 'সন্দেশখালিতে যা হয়েছে তাতে এবার জেগে ওঠার সময় হয়েছে। ঘুরে দাঁড়ানোর সময় এসেছে এবার।' তাঁর এই কথা শোনার পরই একটি ভিডিয়োতে এসে মুখ খুলেছেন কুণাল ঘোষ, একহাত নিয়েছেন মিঠুনকে।
আরও পড়ুন: 'হতেই পারে যে...' ইনস্টাগ্রামে বোমা ফাটালেন অঙ্কুশ, চুপিসারে বিয়ে করে ফেলেছেন ঐন্দ্রিলাকে?
আরও পড়ুন: ৫৮ -এর যুবক বলবে কে! ছেলের ব্র্যান্ডের প্রচারে শার্টলেস অবতারে শাহরুখ, ছড়ালেন উষ্ণতা
কী বললেন কুণাল ঘোষ?
এদিন কুণাল ঘোষ মিঠুনের উদ্দেশ্যে বলেন, 'উনি সন্দেশখালি নিয়ে জ্ঞান দিচ্ছেন, জেগে ওঠার কথা বলছেন। জেগে উঠেই বলছি আপনি লোককে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন এদিকে আপনার স্ত্রী এবং ছেলের নামে যে ফৌজদারি অভিযোগ ছিল সেটা কী নিয়ে ছিল ভুলে গেছেন? সেটা নিয়ে আগে কথা বলুন।'
প্রসঙ্গত ২০২০ সালে মিঠুনের পুত্র মহাক্ষয়ের নামে একজন ভোজপুরি অভিনেত্রী অভিযোগ করেন। তিনি ধর্ষণ এবং প্রতারণার মামলা এনেছিলেন মহাক্ষয়ের নামে। সেই অভিযোগে নাম ছিল যোগিতা বালিরও। এই কেসের কথাই এদিন মনে করিয়ে দেন কুণাল।
আরও পড়ুন: 'খুব ভালো মানুষ ছিল', ১৯ এই না ফেরার দেশে দঙ্গলের ছোট ববিতা, বন্ধু সুহানির স্মৃতিতে বুঁদ জায়রা
মিঠুনের প্রসঙ্গে
প্রসঙ্গত মিঠুন চক্রবর্তী কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর ব্রেন স্ট্রোক হয়েছিল। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। ফের শাস্ত্রী ছবির কাজ শুরু করেছেন।
আরও পড়ুন: দেবের হাত ছেড়ে জিতের সঙ্গে জুটি! নতুন ছবিতে মুখ বদলাচ্ছেন 'প্রধান' প্রযোজক অতনু?
মিঠুনের আগামী প্রজেক্ট
মিঠুন চক্রবর্তীকে শেষবার কাবুলিওয়ালা ছবিতে নাম ভূমিকায় দেখা গিয়েছিল। সেই ছবিটির পরিচালনা করেছিলেন সুমন ঘোষ। তাঁকে আগামীতে পথিকৃৎ বসুর শাস্ত্রী ছবিটিতে দেখা যাবে। এখানে তাঁর সঙ্গে আছেন দেবশ্রী রায়।