ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত! দাদাগিরির মঞ্চে প্রেমের রঙ ছড়ালেন রাঙা বউ সিরিয়ালের অনি আর কুসুম। পর্দায় তাঁদের রসায়ন জমজমাট। পর্দার বাইরেও জমে উঠেছে জুটির বন্ধুত্ব। টেলিপাড়ায় গুঞ্জন প্রেম কছেন প্রীতম ওরফে অনি তাঁর অনস্ক্রিন পত্নী কুসুম ওরফে তনুশ্রী সাহা। আরও পড়ুন-বচ্চন পরিবারের নাতবউ হচ্ছেন সুহানা! চর্চায় ঘি ঢালল মণীশের পার্টির এই মুহূর্ত, দেখুন ভিডিয়ো
সদ্য দাদাগিরি-র মঞ্চে হাজির হয়েছিল এই অনস্ক্রিন জুটি। সেখানেই চলল দুজনের খুনসুটি। পোশাকে রং মিলান্তি। লাল পাঞ্জাবিতে সেজে পাখির ভগ্নিপতি। আর লাল সিল্কের শাড়িতে ঝলমলে কুসুম। খেলার মাঝেই তনুশ্রী বলে উঠেন, ‘হিরোকে এখনও পটানোর চেষ্টা করছি। কিন্তু পটছে না’। পালটা জবাব প্রীতম জানান, ‘পটবো কী করে দাদা… একটা দোকানে গেছে, দুটো আইসক্রিম কিনেছে। একটার দাম ৪৫, অন্যটার ২৫। দোকানদার হিসাবের সুবিধার জন্য বলেছে, মোট সত্তর টাকা। ও পাশ থেকে দাঁড়িয়ে বলছেন- না না, একটা ৪৫ (ইশারা প্রীতমের দিকে) আরেকটা ২৫’। এ কথা শুনে হাসি থামেনি কারুর। সৌরভও রীতিমতো অবাক।
পাশ থেক টিপন্নি উড়ে এল হিরোজিতের। তিনি দাদাকে মনে করান, ‘এটা অফস্ক্রিনে কিন্তু, কোনও সিন নয়’। সৌরভের যদিও সেটা বুঝে নিতে অসুবিধা হয়নি। গোটা ব্যাপারে সম্মতি জানিয়ে প্রীতম জানায়, ‘আমি তো বলিনি গল্পে এমন কিছু হয়েছে’।
এরপরই লাভগুরু সৌরভ মুচকি হেসে বলেন, ‘Falling in love is good’ অর্থাৎ প্রেমে পড়া বেশ ভালো ব্যাপার। ক্রিকেট মাঠ কাঁপানো এই তারকা ব্যাটসম্যান যে মাঠের বাইরে আদ্যপান্ত এক প্রেমিক মানুষ তা বুঝতে অসুবিধা হয় না কারুর। পাশের বাড়ির মেয়ে ডোনার সঙ্গে গোপনে প্রেম, এমনকি পরিবারের অমতে বিয়েটাও সেরে ফেলেছিলেন সৌরভ।
কিছুদিন আগেই ইসরোর বিজ্ঞানী শুভ্রদীপ আর মডেল তথা অভিনেত্রী কিরণকেও সম্পর্ক নিয়ে টিপস দিতে দেখা গিয়েছিল সৌরভকে। দাদাগিরি-র মঞ্চে মাঝেমধ্য়েই লাভগুরু হিসাবে তরুণ প্রজন্মকে উপদেশও দেন সৌরভ।
এদিনের এপিসোডের লাইম লাইট ছিল রাঙা বউ শ্রুতির উপর। তিনিও নিজের প্রেম কাহিনি ফাঁস করেন দাদাগিরির সেটে। জানান, ত্রিনয়নীর সেটেই পরিচালক স্বর্নেন্দু সমাদ্দারের প্রেমে পড়েছিলেন তিনি। আর সেই প্রেম সবার প্রথম ধরতে পেরেছিল তাঁর নায়ক গৌরব। পাশাপাশি বাবাকে নিয়ে তাঁর স্বীকারোক্তি, ‘আমার বাবার দাদাগিরির জন্যই আজ আমি দিদি নম্বর ১’।