দুর্গাপুজো চলছে। শারদীয়া উৎসবের মাঝেই বিনোদন দুনিয়া থেকে এল খারাপ খবর। গুরুতর শাস্তির মুখে পড়লেন বলি অভিনেতা দলীপ তাহিল। আগামী ২'মাস জেলেই থাকতে হবে তাঁকে। এমনই সাজা শোনাল মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট কোর্ট। কিন্তু কী এমন অপরাধ করেছেন অভিনেতা দলীপ তাহিল?
জানা যাচ্ছে, দলীপ তাহিলের যে কারণে সাজা হয়েছে, সেই ঘটনাটা ঘটেছিল প্রায় ৫ বছর আগে। মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। সেসময় তাঁর গাড়ি ধাক্কা মারে মুম্বইয়ের এক অটো চালককে। অটোর যাত্রীরাও অল্পবিস্তর আহত হন। এরপর তাঁদের গালিগালাজ করার অভিযোগও রয়েছে অভিনেতার বিরুদ্ধে। সেসময় যাত্রীরা রেগে গিয়ে ওই গাড়ি থামিয়ে চালককে বের হয়ে আসতে বলেন, তখন দেখা যায় চালকটি হলেন অভিনেতা দলীপ তাহিল। তখনই তিনি যাত্রীদের গালিগালাজ করেন বলে অভিযোগ। এরপরই দলীপ তাহিলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান দুই যাত্রী। তাঁদের সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করেন পুলিশ। সেই মামলারই এতদিনে রায়দান করল আদালত। আর তাতেই অভিনেতা দলীপ তাহিলের ২ মাসের জেল হয়েছে।
আরও পড়ুন-Bigg Boss 17: ‘আমার সঙ্গে ফ্লার্ট করেই দেখুন না…’ কঙ্গনার প্রস্তাবে কী বললেন সলমন?
আরও পড়ুন-‘মুখার্জি’ পরিবারের পুজো, হাতে করে চেটেপুটে খিচুড়ি ভোগ খেলেন কিয়ারা ও রানি
এদিকে আদালতের এই রায়দানের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করার কথা জানিয়েছেন দলীপ তাহিল। অভিনেতার দাবি, তিনি বড় কোনও দুর্ঘটনা ঘটাননি, তাঁর গাড়ির ধাক্কায় কারোর বড় কোনও ক্ষতিও হয়। যাঁরা আহত হয়েছে, তা এক্কেবারেই অল্পবিস্তর।
প্রসঙ্গত, সিনেমার পর্দাতেও খলনায়কের চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতী দলীপ তাহিলকে। 'বাজিগর', ‘কয়ামত সে কয়ামত তক’, ‘রক অন’, ’কহো না প্যায়ার হ্যায়', 'রা ওয়ান', ‘ভাগ মিলেগা ভাগ’ সহ বহু ছবিতে খলনায়কের চরিত্রেই দেখা গিয়েছে দলীপ তাহিলকে। তবে শেষপর্যন্ত নিজের ভুলে ৬৫ বছর বয়সে জেল খাটতে হচ্ছে অভিনেতাকে।