ছবিতে রয়েছেন স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’, থুড়ি, ‘জ্যেষ্ঠ পুত্র’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশ্য নিজেকে ইন্ডাস্ট্রির 'জ্যেষ্ঠ পুত্র' হিসাবে দেখতেই পছন্দ করেন। আর তাঁকে নিয়েই ‘২২ শ্রাবণ’ ও 'ভিঞ্চিদা'র প্রিকুয়্যাল 'দশম অবতার' বানিয়েছেন সৃজিত। সঙ্গে রয়েছেন টলিপাড়ার এপ্রজন্মের হার্টথ্রব অনির্বাণ ভট্টাচার্য, সঙ্গে আবার যিশু ও জয়া। ব্যাস, আর কীই বা চাই! ছবি সুপারহিট। পুজোয় ৪টি তারকা খচিত ছবি মুক্তি পেলেও 'দশম অবতার' সবাইকে ছাপিয়ে গিয়েছে।
বাংলায় মাত্র ৭দিনে ৪.৫ কোটি টাকার ব্যবসা করার পর 'দশম অবতার'-এবার বিলেত ভ্রমণ করতে চলেছে। হ্য়াঁ, ঠিকই শুনেছেন। প্রবাসী বাঙালিদের জন্য এবার UK-তে মুক্তি পেতে চলেছে 'দশম অবতার'। ব্রিটিশ যুক্তরাজ্যের ফেলথাম, ইলফোর্ড, গ্রিনউইচ ০২, ওয়েম্বলি, ম্যানচেস্টার, হ্যারো সহ আরও বেশকিছু শহরে মুক্তি পেতে চলেছে 'দশম অবতার'। অর্থাৎ UK-তে বসবাসকারী প্রবাসী বাঙালি, যাঁরা বাংলা ছবি দেখতে চান, তাঁদের কথা মাথায় রেখেই এই শহরগুলিতে দশম অবতার' মুক্তির কথা ভেবেছে প্রযোজনা সংস্থা SVF।
'দশম অবতার'-এর সাফল্যে বেজায় খুশি পর্দার ছবির 'বিজয় পোদ্দার' অনির্বাণ ভট্টাচার্য। তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘দশম অবতার যুগান্তকারী সাফল্য পেয়েছে। মাত্র ৭ দিনের মধ্যে আমাদের ছবির ব্যবসা ৪.৫ কোটি ছাড়িয়ে গিয়েছে। এটাকে সৃজিত মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটির পুজো Comeback হিসাবে দেখা যায়। আর আমিও এই ছবির অংশ হিসাবে অত্যন্ত কৃতজ্ঞ। আজই (২৭ অক্টোবর) যুক্তরাজ্যে (UK)তে আমাদের ছবি মুক্তি পাচ্ছে। সেটার জন্য অপেক্ষায় আছি।'
এদিকে ‘দশম অবতার’-এর ব্যবসা যখন মাত্র ৭ দিনে ৪.৫০ কোটি টাকা, সেখানে পুজোর বাকি ছবিগুলি সৃজিতের এই ছবির থেকে বেশ পিছিয়ে। জানা যাচ্ছে, দেবের 'বাঘা যতীন'-এর আয় সাড়ে ৩ কোটি, মিমির-আবিরের 'রক্তবীজ'-এর আয় ২.৩৭ কোটি, আর কোয়েল মল্লিকের 'জঙ্গলে মিতিন মাসি'র আয় ১.১০ কোটি টাকা।
প্রসঙ্গত, সৃজিতের 'দশম অবতার'-এ প্রবীর রায় চৌধুরী হয়ে পর্দায় ফিরেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিজয় পোদ্দার-এর বেশে হাজির ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। এই ছবির মূল USP-ই হল প্রবীর-পোদ্দার রসায়ন। বাকি খলনায়কের ভূমিকায় কামাল করছেন যিশু সেনগুপ্ত। আর এই থ্রিলারে উপরি পাওনা অনির্বাণ-জয়ার প্রেম, আর সঙ্গে রয়েছে সৃজিত ‘টাচ’।