আবির (Abir Chatterjee) মানেই যেন এখন গোয়েন্দা। তাঁর করা ব্যোমকেশ, ফেলুদা (Feluda) তো জনপ্রিয় হয়েছিলই, এমনকি বাদ যায়নি সুবর্ণ সেন, ওরফে সোনা দার চরিত্র। একাধিক গোয়েন্দা চরিত্রে অভিনয় করলেও প্রতিটা চরিত্রে আলাদা ভাবে নিজের ছাপ রেখেছেন আবির। এবার তিনি আসছেন আরও এক গোয়েন্দা হয়ে। বাংলা সাহিত্যের আরেক গোয়েন্দা চরিত্রে এবার ধরা দিতে চলেছেন ‘ফাটাফাটি’ (Fatafati) নায়ক।
লেখক স্বপনকুমারের লেখা রহস্য রোমাঞ্চ গল্প বাদামী হায়নার কবলে (Badami Haynar Kobole) গল্পে দেখা যাবে আবিরকে। তাঁর এই চরিত্রের নাম দীপক চট্টোপাধ্যায়। এই গল্পের উপর ভিত্তি করে সিনেমা নিয়ে আসছেন ইন্দুবালা ভাতের হোটেল (Indubala Bhater Hotel) খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্য (Debaloy Bhattacharya)। এই ছবির প্রযোজনা করবে হইচই স্টুডিও (Hoichoi Studio)।
কল্লোল লাহিড়ীর গল্পের উপর ভিত্তি করে বানানো ইন্দুবালা ভাতের হোটেল দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। সকলের থেকে প্রশংসিত হয় এই সিরিজ। এবার তাই সেই সাফল্যের উপর ভর দিয়েই যেন দেবালয় ওয়েব মাধ্যম ছাড়িয়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন।
এবার আবিরকে না হাল ফ্যাশনের সোনা দার মতো রূপে দেখা যাবে, না ফেলুদা ব্যোমকেশের মতো চুরুট হাতে দেখা যাবে। এবার তিনি বন্দুক এবং টর্চ হাতে নিয়ে অপরাধী ধরবেন।
প্রসঙ্গত আবিরকে এখন একজন মোটা বউয়ের গর্বিত স্বামী বাচস্পতির চরিত্রে দেখা যাচ্ছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর এবং ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) অভিনীত ছবি ফাটাফাটি। অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত এই ছবি যেন। সমাজের ভাবনার গায়ে একটা সপাটে চড়। ফ্যাশন কী, কাদের জন্য, যাঁরা তথাকথিত স্থূল চেহারার হয় তাঁদের নানা গল্পই বলেছে এই ছবি। গত ১২ মে মুক্তি পেয়েছে এই ছবি। সেই ছবির মুক্তির রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এল এই খবর। এবার আবার নতুন করে নতুন গোয়েন্দা রূপে ধরা দেবেন আবির।