বাংলা নিউজ > বায়োস্কোপ > Debolina-Tathagata: আলাদা হলেও আজও স্বামী-স্ত্রী! ফের তথাগতর পাশে দেবলীনা, জুড়ছে ভাঙা দাম্পত্য?

Debolina-Tathagata: আলাদা হলেও আজও স্বামী-স্ত্রী! ফের তথাগতর পাশে দেবলীনা, জুড়ছে ভাঙা দাম্পত্য?

তথাগতর সঙ্গে সম্পর্ক জোড়া লাগছে? 

Debolina-Tathagata: রাহুল-প্রিয়াঙ্কার পর কি জোড়া লাগছে তথাগত-দেবলীনার ভাঙা সম্পর্ক? আলাদা আলাদা হলেও আজও এক তাঁরা! ফের বুঝিয়ে দিলেন দেবলীনা। 

ছাদ আলাদা হয়েছে বছর দুয়েক আগে। তবে কাগজে কলমে তাঁরা আজও স্বামী-স্ত্রী। শুধু তাই নয়, ডিভোর্সের মামলাও দায়ের করেননি তাঁরা। কথা হচ্ছে দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায়ের। একটা সময় টলিপাড়া আদর্শ দম্পতি হিসাবেই সকলে চিনতো তাঁদের। কিন্তু বছর দুয়েক আগে আচমকাই আলাদা হন দুজনে।

তাঁদের সম্পর্ক ভাঙার পিছনে বারবার উঠে এসেছিল তৃতীয় ব্যক্তির নাম। সেই তৃতীয় ব্যক্তি হলেন তথাগত-র ভটভটি নায়কা বিবৃতি চট্টোপাধ্যায়। গত কয়েক মাসে বিবৃতি-তথাগতর ঘনিষ্ঠতা নিয়ে কমচর্চা হয়নি। তাঁদের সহবাস নিয়ে এখন কম আলোচনা হয়নি। কিন্তু দেবলীনা-তথাগতর বন্ধন একেবারে ছিন্ন হয়নি তার প্রমাণও মিলেছে।

তথাগতর আসন্ন ছবি ‘পারিয়া’। প্রেম-দিবসের প্রাক্কালে মুক্তি পাবে পথকুকুরদের নিয়ে তৈরি তথাগতর এই ছবি। নাম ভূমিকায় বিক্রম চট্টোপাধ্য়ায়। দেবলীনা-তথাগত দুজনেই সারমেয় অন্ত প্রাণ। পারিয়ার প্রচারে সামিল হলেন দেবলীনাও। হাসিমুকেই তথাগতর ছবির সমর্থনে গলা ফাটালেন।

দেবলীনার দুই চারপেয়ে সন্তান-চেরি আর মোগলিকে কোলে নিয়েই ক্যামেরার মুখোমুখি অভিনেত্রী। বললেন, ‘ওরা আমার ছেলে-মেয়ে। আমি ওদের মা। আসলে আমি ওদের দিদিমা’। পাশাপাশি রাস্তার বহু পারিয়াকে খাওয়ানোর কাজ নিঃশব্দে করে চলেছেন দেবলীনা। তাঁকে বলতে শোনা গেল, ‘স্বাভাবিকভাবে একজন মা তাঁর সন্তানদের জন্য যতদূর যেতে পারে আমিও ওদের জন্য ঠিক ততদূরই যেতে পারি’। মানুষ সন্তানদের জন্য যেমন স্বপ্ন সাজায় বাবা-মা। তেমন কোনও সন্তান স্বপ্ন এই চারপেয়েদের জন্য নেই, দেবলীনা শুধু চান ওরা আজীবন সুস্থ থাকুক আর হাসিখুশি থাকুক। 

কিছুদিন আগেই টুডেস স্টোরি-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেবলীনার মা-কে বলতে শোনা গিয়েছে, ‘যখন বিয়েটা হয় ও আমাকে জিজ্ঞেস করেছিল। যে এরকম একটা মানুষ আছে। যেহেতু বড় হয়েছে আমি বলেছিলাম, যেটা ভালো বুঝবে করো। মানুষ হিসেবে তথাগত মুখার্জী যথেষ্ট ভালো। যেসব কর্তব্য করার করেছে। ব্যাপারটা হচ্ছে ওদের, স্বামী-স্ত্রীর। আরেকটা যেটা দরকার সেটা হল ভালো থাকে। একসঙ্গে ভালো থাকছ নাকি আলাদা হয়ে ভালো থাকছো।’

প্রশ্নকর্তা এরপরই দেবলীনার মা-কে প্রশ্ন করেন, ‘বিয়ে একটা ইনস্টিটিউট। যখন সেটা থেকে বেরিয়ে আসা, বা সেই নিয়মগুলো না পালন করা…’। তবে এবারে কথার মাঝেই থামিয়ে দেন দেবলীনা। বলে ওঠেন, ‘আমাদের ডিভোর্স হয়নি কিন্তু।’

এর আগেও দেবলীনাকে বলতে শোনা গিয়েছে, তথাগত চাইলে তবেই তিনি আইনিভাবে বিচ্ছেদের পথে হাঁটবেন। অভিনেত্রী বলেছেন, ‘এসব সই করে একসঙ্গে থাকা, বা ডিভোর্স ফাইল করা আমাদের কাছে কখনও গুরুত্বপূর্ণ নয়। কাগজ গুরুত্বপূর্ণ নয় বরং মানসিকভাবে সইটা বা আলাদা হওয়াটা গুরুত্বপূর্ণ। তবে আমাকে জিজ্ঞেস করলে আমি বলব, আমরা আলাদা হইনি কখনও।’

২০২৩-এ জোড়া লেগেছে রাহুল-প্রিয়াঙ্কার ভাঙা সম্পর্ক। ছেলে সহজের জন্য সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন তাঁরা। দেবলীনা-তথাগতও কি নিজেদের মধ্যেকার দূরত্ব মিটিয়ে ফের এক হবেন? উত্তরটা সময় দেবে। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ ‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত… অভিতাভ যখন খলনায়ক, যে ৫ ছবিতে ভিলেন হয়েছেন বিগ বি রণবীরের থেকে আলাদা, মুখার্জিদের দুর্গাপুজোয় মায়ের আর্শীবাদ নিতে আলিয়ার সঙ্গী কে? মহিলা T20 বিশ্বকাপে পাকিস্তানকে ধুয়ে দিল অস্ট্রেলিয়া! চিন্তা বাড়ল ভারতের? জয়া ব্যস্ত দুর্গাপুজোয়, ৮২তম জন্মদিনটা কেমনভাবে কাটালেন অমিতাভ? জলসায় জনসমুদ্র 'রাহুল গান্ধী ভালো কাজ না করলে লোকসভার বিরোধী দলনেতা বদলেও দিতে পারে INDIA...' রবিবার রাজ্য জুড়ে রান্না বনধ! অরন্ধনের অনুরোধ জুনিয়রদের, ধর্মতলায় জনস্রোত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.