সঙ্গে মাসি ও দাদু, গানের সঙ্গে জমিয়ে নাচছে রাজ-শুভশ্রী পুত্র ইউভান। ইউভান পরেছে টি-শার্ট ও শর্টস। আর দেবশ্রী গঙ্গোপাধ্যায় পরেছেন বাঘছাল প্রিন্টেড একটি ড্রেস। ছোট্ট ইউভানের ভিডিয়োটি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়-ই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। বড় একটা সানগ্লাস নিয়ে মজে থাকতে দেখা যাচ্ছে রাজ-শুভশ্রী পুত্রকে। কখনও ইউভান নিজে চশমাটি পরছে, কখনও আবার দাদুকে (শুভশ্রীর বাবা) পরিয়ে দিচ্ছে সে, তারই মাঝে চলছে গানের তালে নাচ। কখনও আবার সামনের সোফায় বসে থাকা দিদাকে আদরও করে দিয়ে আসছে ইউভান। মাঝে আবার একটি খেলনা কাপ মাসির মুখের কাছে ধরতে দেখা গিয়েছে তাকে।
এমনই একটি সুন্দর পারিবারিক মুহূর্ত তুলে ধরেছেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়। ভিডিয়োতে শুভশ্রীকেও দেখা গিয়েছে সোফায় বসে থাকতে। মায়ের ব্যস্ত ফোনে মাঝে গিয়ে উঁকি দিতে ও দেখা যায় ইউভানকে। ক্যাপশানে দেবশ্রী লিখেছেন, এটাই হলাম আমরা, আমাদের জীবন, আমাদের গল্প, আমাদের বাড়ি। ভিডিওর সঙ্গে দেবশ্রী জুড়েছেন 'ঝুমে জো পাঠান' গানটি।
ভিডিয়োর নিচে কমেন্টে কেউ লিখেছেন, ‘সুখী পরিবার’, কারোর মন্তব্য ‘হ্য়ান্ডসাম দাদু’। দেবশ্রী অবশ্য মাঝে মধ্যেই পারিবারিক নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিছুদিন আগেও শুভশ্রী, দেবশ্রীকে দেখা গিয়েছিল 'টাম টাম' গানে ইউভানকে নিয়ে নাচতে। সেই ভিডিয়োটিও পোস্ট করেছিলেন দেবশ্রী।
এদিকে সম্প্রতি 'ইন্দুবালা ভাতের হোটেল' ওয়েব সিরিজে ৭৫ বছর বয়সী ইন্দুবালা হয়ে ধরা দিয়েছেন শুভশ্রী। দেবালয় ভট্টাচার্য পরিচালিত সেই ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে শুভশ্রীর অভিনয়। আবার জি বাংলার ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারক হিসাবেও দেখা যাচ্ছে শুভশ্রীকে। সম্প্রতি সাক্ষাৎকারে শুভশ্রী বলেন তাঁর কেরিয়ারে স্বামী রাজ ও তাঁর পরিবার তাঁকে ভীষণইভাবেই সাপোর্ট করেন। তাঁর কথায়, এই সাপোর্ট না থাকলে এত মনপ্রাণ দিয়ে হয়ত তিনি কাজ করতে পারতেন না। অভিনেত্রী বলেন, ‘রাজ নিজে ট্যালেন্টেড, ও নিজেও বড় পরিচালক। ও সব সময়ই ট্যালেন্টকে সম্মান দিতে জানে। এমনকি যখন মাঝে মধ্যে আমার মাতৃত্ববোধ থেকে অপরাধবোধ তৈরি হয়, মনে হয় সন্তানকে বাড়িতে রেখে এতক্ষণ বাইরে থাকছি, কাজ করছি! তখন রাজ-ই আমায় বোঝায়, যে ইউভানেরও বোঝা উচিত যে ওঁর মা ওয়ার্কিং। আমার ছেলেও অ্যাডজাস্ট করে, ও ওভাবেই অভ্যস্ত।’
এদিকে দেবশ্রী গঙ্গোপাধ্যায়ও রাজর্ষি দে-র আবার কাঞ্চনজঙ্ঘা ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রেখেছেন।