বাংলা নিউজ > বায়োস্কোপ > মুক্তির আগেই ‘হবুচন্দ্র রাজা' ছবির সিক্যুয়েল ঘোষণা! কী বললেন দেব?

মুক্তির আগেই ‘হবুচন্দ্র রাজা' ছবির সিক্যুয়েল ঘোষণা! কী বললেন দেব?

পুজোয় ছবির মুক্তির আগে বড় ঘোষণা করলেন দেব। (ছবি সৌজন্যে - টুইটার)

ইতিমধ্যেই ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। পুজোতে মুক্তি পাচ্ছে এই ছবি। তার আগেই নেটমাধ্যমে বড় ঘোষণা করলেন ছবির প্রযোজক দেব। 

ইতিমধ্যেই ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। বিশাল অর্থ ব্যয় করার পাশাপাশি এই ছবি একধারে যেমন ছোটদের তেমনই বর্তমান রাজনীতির গন্ধও পাওয়া যাবে এর পরতে পরতে। মঙ্গলবারই ছবির প্রযোজক দেব ঘোষণা করলেন যদি দলে দলে দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবি দেখে, তাহলে অবশ্যই তিনি এই ছবির সিক্যুয়েল বানাবেন।

গত মঙ্গলবার ছবির রাজামশাই ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে লাইভে এসে এই ঘোষণা করেছেন সাংসদ-অভিনেতা।সঙ্গে আরও জানিয়েছেন যদি রূপকথার মোড়কে মোড়া এই গল্পে কেউ বর্তমান রাজনীতির গন্ধ পান তাহলে তা পুরোটাই কাকতালীয়। অবশ্য যদি কেউ পান তাহলে তিনি যেন তা অবশ্যই দেবকে জানান। দেবের কথায়, 'হাস্যরস আর ব্যঙ্গ কৌতুক নিয়ে তৈরি ছবি অনেক সময়েই দ্ব্যর্থক হয়।

লাইভে এসে ছবি তৈরির নানান গল্প শোনা যায় দেব ও শাশ্বতর মুখে। দু'জনকেই বলতে শোনা যায় এই ছবির অলঙ্কার এবং অহঙ্কার কবীর সুমন। তাঁর তৈরি করা সুর, বাঁধা গান এই ছবিকে অন্য মাত্রা দিয়েছে। জানা যায় ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় প্রথমে 'রাজামশাই' এর চরিত্রের জন্য অভিনয়ের প্রস্তাব দেবকে দিয়েছিলেন। কিন্তু তাতে রাজি হননি এই সাংসদ-অভিনেতা। তারপর তিনিই বলেন শাশ্বত চট্টোপাধ্যায়ের নাম। রাজার মন্ত্রী হিসেবে দর্শক দেখতে পাবেন খরাজ মুখোপাধ্যায়কে। রানির ভূমিকায় রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়। এরই মাঝে জোর গলায় শাশ্বত জানান যে ছবিতে 'বুড়ো মন্ত্রী' হিসেবে শুভাশিস মুখোপাধ্যায় যা অভিনয় করেছেন তা বহুদিন পর্যন্ত দর্শকের স্মৃতিতে অটুট থাকবে। এছাড়াও শুরু থেকে শেষ পর্যন্ত কবিতার ছন্দে বলা হয়েছে ছবির সংলাপ।

‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ছবির পোস্টার। (ছবি সৌজন্যে - টুইটার)
‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ছবির পোস্টার। (ছবি সৌজন্যে - টুইটার)

কথায় কথায় দেব জানান, ২০১৯ থেকেই এই ছবির কাজ শুরু হয়েছিল। সেই সময় লোকসভা নির্বাচনের 'প্রাইম টাইম'। সিনের পর দিন প্রচারের কাজে ব্যস্ত ছিলেন। প্রযোজক-অভিনেতার মন্তব্য, 'ওই জন্যেই তো আমার চেনাজানাদের হাতে ছবির দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। যাতে নিশ্চিন্তে আমার কাজ করতে পারি। এর আগেও শাশ্বত দা, শুভাশিসদা, অনিকেতদার সঙ্গে কাজ করেছি। তাই নিশ্চিন্ত ছিলাম। সেভাবে মাথা ঘামাতে হয়নি আমাকে'।

তাহলে কি শেষপর্যন্ত এই রূপকথা ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে? আর হলে কবেই বা হবে? দেবের সোজাসুজি জবাব, 'আমার সাহস আপনারা, দর্শকেরা। আপনারা যদি প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখেন, ভালবাসেন, তা হলে কথা দিচ্ছি, অবশ্যই 'হবুচন্দ্র রাজা'-র সিক্যুয়েল বানাব।’

বায়োস্কোপ খবর

Latest News

হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.