অঙ্কুশ হাজরা এবার একটি আদ্যোপান্ত মশলাদার বাণিজ্যিক ছবির নিয়ে আসছেন। তাঁর মির্জা মুক্তি পাচ্ছে ইদের সময়ই। না, নির্বাচন, অন্যান্য হেভি ওয়েট ছবি মুক্তি বা কোনও কারণেই অঙ্কুশ তাঁর ছবির মুক্তির দিন পিছিয়ে দেননি। মির্জা কথা মতোই ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে। তবে তার আগে এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ঘটতে চলেছে ধামাকা!
আরও পড়ুন: 'রাজনীতি না বুঝলে দূরে থাকুন...' নাম না করে নুসরতকে কটাক্ষ অঙ্কুশের? মিমির প্রশংসায় বললেন কী?
মির্জা ছবির ট্রেলার লঞ্চে ধামাকা
টলি বাংলা বক্স অফিসের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে অঙ্কুশ হাজরার মির্জার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান থাকবে তারকাখচিত! সোশ্যাল মিডিয়ায় যখন মির্জার ট্রেলার লঞ্চ করা হবে তখন সেখানে উপস্থিত থাকবেন বাংলার দুই সুপারস্টার দেব এবং জিৎ। তাঁদের সঙ্গে থাকবেন এসভিএফের কর্ণধার শ্রীকান্ত মোহতা এবং প্রযোজক অতনু রায়চৌধুরী।
শুধু তাই নয়। সোশ্যাল মিডিয়ায় ট্রেলার লঞ্চে তাঁরা সকলে উপস্থিত তো থাকবেনই। এছাড়া জানা গিয়েছে ট্রেলার লঞ্চ ইভেন্টেও হাজির হতে পারেন দেব এবং জিৎ।
প্রসঙ্গত দক্ষিণের ছবিতে হামেশাই একজন তারকা আরেকজন তারকার ছবির প্রচার করে থাকেন। বলিউডেও তার অন্যথা হয় না। তবে টলিউডে হালে এই জিনিস শুরু হয়েছে। এর আগে গত বছর দেবের ব্যোমকেশ ও দুর্গ রহস্য যখন মুক্তি পায় তখন হইচইয়ের আসন্ন একই নামের সিরিজের সমস্ত কলাকুশলীরা উপস্থিত ছিলেন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে। সেখানে সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার প্রমুখকে দেখা গিয়েছিল দেব, রুক্মিণী, বিরসাদের সঙ্গে একই মঞ্চে। এবার মির্জার ট্রেলার লঞ্চে দেখা যেতে পারে দেব এবং জিৎকে।
আরও পড়ুন: 'আমার নিঃস্বার্থ সাপোর্ট...' টিকিট পেতেই আবেগে ভাসলেন কঙ্গনা, বিজেপির সিদ্ধান্তকে মেনে কী লিখলেন 'কুইন'?
মির্জা প্রসঙ্গে
মির্জা ছবিটির পরিচালনা করেছেন সুমিত সাহিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়কে। আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবিটি। এই ছবিতে একটি গ্যাংস্টারের গল্প বলা হবে। এই ছবিটির প্রযোজনা করেছেন অঙ্কুশ হাজরা।