ফের চর্চায় দেবলীনা কুমার। সৌজন্যে,তাঁর একটি ইনস্টাগ্রাম ভিডিও। সম্প্রতি, সমুদ্রের ধরে বেড়াতে গেছিলেন দেবলীনা ও তাঁর স্বামী অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। সমুদ্র ভ্রমণের সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন উত্তমকুমারের নাত-বৌ। ভিডিওতে দেখা যাচ্ছে সৈকতে ক্রমাগত আছড়ে পড়ছে ঢেউ। সেই ঢেউয়ের ওপর দিয়ে ছুটে বেড়াচ্ছেন দেবলীনা। আনন্দ ঠিকরে বেরোচ্ছে তাঁর চোখ মুখে। খুশিতে উছ্বসিত তিনি। সঙ্গে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে হৃত্বিক রোশনের ‘ কহো না প্যায়ার হ্যায় ‘ এর সেই বিখ্যাত গান। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকার পাশাপাশি সময় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন গৌরব-দেবলীনা সেসব 'ট্রিপ ' এর ছবি,ভিডিও নিজেদের ফ্যানদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী।
উল্লেখ্য,প্রায় তিন বছর ডেট করার পর ২০২০-র ডিসেম্বরে চারহাত এক করেন এই জুটি। মধুচন্দ্রিমা কাটাতে দার্জিলিং গেছিলেন এই জুটি। এবার সমুদ্র সৈকতে। তবে ঠিক কোথায় তাঁরা গেছেন সেই বিষয়ে খোলসা করে কিছু জানান দেবলীনা।