টলিপাড়ার চকোলেট বয় দিব্যজ্যোতি দত্ত। অভিনেতার দাবি, তিনি সিঙ্গেল। যদিও তাঁর সঙ্গে একাধিক সময়, বাংলা ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। সেই তালিকায় কখনও এসেছেন সৌমিতৃষা কুণ্ডু, কখনও অনুরাগের ছোঁয়ারই নায়িকা স্বস্তিকা আবার কখনও ধারাবাহিকে ভাইয়ের বউ-এর চরিত্রে অভিনয় করা সৌমিলি।
দিব্যজ্যোতিকে এবার পাওয়া গেল বেশ রোম্যান্টিক মুডে। চোখে কালো রঙের সানগ্লাস। গায়ে পঞ্জাবি। ক্যাপশনে লেখা, ‘সূর্য শেখাল, সে একা! তাও কতো উজ্জল।’ তাহলে কি নিজেকে সিঙ্গেল বলেই ফের দাবি করলেন নাকি!
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রী প্রীতিকে খুশি রাখতে ‘বোবা’ হয়েছেন রাহুল! পরামর্শ দিল কে?
সৌমিলি আর দিব্যজ্যোতির প্রেমচর্চা মাঝে বেশ মাথাচাড়া দিয়ে উঠেছিল। বেশ রিলও শেয়ার করছিলেন ইনস্টাগ্রামে। তবে অনুরাগীদের প্রশ্ন বাড়তেই, হঠাৎই যেন থেমে যান। দোলের সময় হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা জানান, ‘আমরা একসঙ্গে ছবি পোস্ট করেছি, আমি যে কোনও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেই এইসব চর্চা শুরু হয়। সেগুলো সত্যি নয়, ভুলধারণা।’
মাঝে শোনা যেত, রিল লাইফে প্রেম নাকি রিয়েল লাইফেও এসেছে। দিব্যজ্যোতি আর স্বস্তিকা ডেট করছেন একে-অপরকে। তবে সবসময় নিজেদের শুধুই ‘ভালো বন্ধু’ বলে দাবি করতেন তাঁরা। মাঝে তাঁদের ঝগড়ার খবরও সামনে এসেছিল। ইনস্টাগ্রাম থেকে বেশ কয়েকদিনের জন্য আনফলোও করেছিলেন এতকে-অপরকে। তবে আপাতত সব কনট্রোলে। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, দুটো বাসন পাশাপাশি থাকলে খোটাখুটি তো লাগবেই। তবে তিনি আর স্বস্তিকা সারা জীবন খুব ভালো বন্ধু থাকবেন।
আরও পড়ুন: সোহমের সঙ্গে প্রেমচর্চা আগে মানেননি! জন্মদিনে সম্পর্ককে নাম দিলেন শোলাঙ্কি
একইভাবে সৌমিতৃষার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানোও বেশ অবাক করেছিল তাঁকে! সেবারও কাজ চালিয়েছিলেন ‘বন্ধু’ দাবি টেনে! এবার প্রশ্ন, এত মেয়ের নাম জড়ায় তাঁর সঙ্গে, প্রেমে কি সত্যিই পড়েন না?
আরও পড়ুন: ‘টাকা খরচ কম হয়…’! সুতির শাড়ি বিক্রি করে বছরে আয় ৬০ কোটি, দাদাগিরিতে অবাক সৌরভ
একসময় একটানা টিআরপিতে বেঙ্গল টপার ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। তবে বর্তমানে টিআরপি অনেকটাই কম। সেই নিয়ে প্রশ্ন করা হলে দিব্যজ্যোতির থেকে জবাব এসেছিল, তিনি শুধু মন দিয়ে কাজ করতে চান। সেটে গিয়ে যদি টিআরপি নিয়েই ভাবেন, তাহলে তো অভিনয়টাই করতে পারবেন না!
এর আগে দিব্যজ্যোতিকে দেখা গিয়েছিল দেশের মাটি ধারাবাহিকে, সেখানে তাঁর চরিত্রের নাম ছিল কিয়ান।