বর্তমানে শার্ক ট্যাংক ইন্ডিয়া সিজন ২-এর অন্যতম বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে বিনীতা সিংকে। এই শোতে তিনি একটার পর একটা জরুরি সিদ্ধান্ত নিচ্ছেন নানা ব্যবসার বিষয়ে। কিন্তু নেটপাড়ার বাসিন্দারা তাঁকে নিয়ে আরও বেশি কিছু জানতে চান। তাঁকে নিয়ে যেন সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই! তিনি একটি কসমেটিক জায়েন্টের সিইও। কিন্তু তাঁকে নিয়ে সম্প্রতি একটি অন্য চর্চা শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে দাবি করা হয়েছে যে থ্রি ইডিয়টস ছবিতে বিনীতা সিংই নাকি শর্মন যোশীর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু এটা কি সত্যি?
সোশ্যাল মিডিয়ায় বিনীতা সিং এবং থ্রি ইডিয়টস ছবিতে যিনি শর্মন যোশীর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁদের দুজনের ছবি পাশাপাশি কোলাজ করে পোস্ট করা হয়েছে। শুধু তাই নয়, সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, 'সুগার কসমেটিকসের সিইও বিনীতা সিং এতটুকু লজ্জা পাননি থ্রি ইডিয়টস ছবিতে গরীব মায়ের চরিত্রে অভিনয় করতে। শ্রদ্ধা।'
কিন্তু আসল সত্য হল বিনীতা কোনদিন বলিউডে অভিনয়ই করেননি। শর্মন যোশী ওরফে রাজু রাস্তোগির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অমরদীপ ঝা। এই ছবিটি ২০০৯ সালে মুক্তি পেয়েছিল। শর্মন ছাড়াও এই ছবিতে আমির খান, আর মাধবনকে দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ ভূমিকায়। তাঁদের সঙ্গে ছিলেন বোমান ইরানি, করিনা কাপুর খান, প্রমুখ। রাজকুমার হিরানি এই ছবিটির পরিচালনা করেছিলেন। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল ছবিটি।
হ্যাঁ, এটা ঠিক যে অমরদীপের সঙ্গে বিনীতার মুখের গঠনের বেশ মিল আছে। কিন্তু তাই বলে তাঁরা মোটেই এক মানুষ নন। এটা সম্পূর্ণ ভুল তথ্য। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই তথ্য দিয়ে। এবং অনেকেই এই গুজবে পা দিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর ছড়াচ্ছেন।
তবে এটা প্রথমবার নয়, গত বছরও এক জিনিস হয়েছিল। অনেকেই তাঁর সঙ্গে থ্রি ইডিয়টসের রাজুর মায়ের মিল পেয়ে সেটা নিয়ে নিয়ে ভুল তথ্য ছড়িয়ে ছিলেন।