দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছিলেন বিবাহযোগ্য অভিনেতা অভিনেত্রীরা। এসেছিলেন সন্ধ্যাতারা ধারাবাহিকের আকাশনীল ওরফে সৌরজিৎ, খেলনাবাড়ি ধারাবাহিকের সায়ন্তন সরকার, অর্কজা আচার্য প্রমুখ। এআর এদিন দিদির মঞ্চে এসেই ছেলের বিয়ে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন সায়ন্তনের মা।
আরও পড়ুন: পিছল মেট্রো ইন দিনোর মুক্তির দিন, সেপ্টেম্বর নয়, কবে আসছে আদিত্য-সারার ছবি?
দিদি নম্বর ওয়ানে কী বললেন সায়ন্তনের মা?
এদিন দিদি নম্বর ওয়ানে খেলতে এসে সায়ন্তনের না অরুণা সরকার বলেন, 'চিন্তার আর শেষ নেই। ছেলের বিয়েই হচ্ছে না।' এই কথাটা শুনে রচনা জিজ্ঞেস করেন, 'আরে হচ্ছে না মানে কী? ও কাউকে পছন্দ করছে না নাকি? জবাবে অভিনেতার মা বলেন, 'না, ও পছন্দ করছে। কিন্তু মেয়েগুলোই না করে দিচ্ছে।'
আরও পড়ুন: 'ভীষণ ভীষণ খুশি...' রাতুল-রূপাঞ্জনাকে নতুন জীবনের শুভেচ্ছা ইশার, টলিউডের কোন কোন তারকারা এলেন বিয়েতে?
মায়ের এই কথা শুনে গোটা বিষয়টা ব্যাখ্যা করে সায়ন্তন বলেন, 'ধরো কাউকে ভালো লাগল। বললাম। তারপরই প্রথমে জানিয়ে দিই আমি এই প্রফেশনে আছি, অসুবিধা নেই তো? তখন সবাই বলে না নেই। এটা তো কাজ, এই সেই। কিন্তু যেই দুই তিনমাস পর কোনও সিরিয়ালের কোনও ঘনিষ্ট সিনের ক্লিপ পোস্ট করলাম সোশ্যাল মিডিয়ায় অমনি আর যোগাযোগ নেই। মাঝরাতে হয়তো একটা মেসেজ করে বলবে আমায় ভাবতে হবে। তুমিও ভাবো। এই করে করেই সবাই পালিয়ে যাচ্ছে।' এটা শুনে রচনা হেসে ফেলেন।
যদিও শেষে রচনা বুদ্ধি দেন, বোঝান অভিনেতা এবং তাঁর মাকে। বলেন, 'যখন আসার ঠিক ভালো মেয়ে এসে যাবে। ভালো বিয়ে হবে। তবে দেখো সে যেন তোমার পেশাটা বোঝে। ওটা জরুরি।'
আরও পড়ুন: শেক্সপিয়রের ওথেলো নতুন রূপে আসছে বড় পর্দায়, কবে মুক্তি পাচ্ছে অনির্বাণ-সোহিনীর অথৈ?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।