এবার আর তাঁর নির্দেশে শ্যুটিং সেটে অভিনেতারা কাজ করবেন না, বরং ক্ল্যাপস্টিকের শব্দ শোনার পর তিনিই অভিনয় করবেন ক্যামেরার সামনে। তিনি অর্থাৎ জনপ্রিয় পরিচালক হরনাথ চক্রবর্তী। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়-এর নির্দেশে ক্যামেরার পিছন থেকে এবার একেবারে সামনে ‘সাথী’ ছবির পরিচালক।
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত অরিত্র মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি 'ফাটাফাটি'তে অভিনয় করছেন হরনাথ চক্রবর্তী। সেই ছবিতে রয়েছে একটি একটি রিয়্যালিটি শো এর সিকোয়েন্স। সেখানেই স্বনামে অর্থাৎ পরিচালক হরনাথ চক্রবর্তী হিসেবেই ক্যামেরার মুখোমুখি হতে চলেছেন তিনি। গত বৃহস্পতিবার টেকনিশিয়ান স্টুডিয়োয় বেলা ১টা থেকে 'ফাটাফাটি'র শ্যুটও করেছেন 'বাঘ বন্দী খেলা'র পরিচালক। তা অভিনয়ের জন্য কী বিশেষ কোনও প্রস্তুতি নিয়েছেন এই প্রবীণ পরিচালক? তাঁর উত্তর, 'দেখুন, শিবুদের ছবিতে আমি নিজের ভূমিকাতেই হাজির হচ্ছি। তাই আলাদা করে কোনও প্রস্তুতি নিইনি।' প্রসঙ্গত, এর আগেও একবার বড়পর্দায় হাজির হয়েছিল হরনাথ। সেবারে অবশ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুরোধে ক্যামেরার সামনে হাজির হতে হয়েছিল তাঁকে। তবে সেও অবশ্য নব্বইয়ের দশকের ঘটনা। অর্থাৎ প্রায় ৩০ বছর পর ফের একবার কোনও ছবিতে অতিথি শিল্পী হিসেবে হাজির হচ্ছেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরেই করোনায় আক্রান্ত হয়েছিলেন এই প্রবীণ পরিচালক। সেই প্রসঙ্গে তিনি জানালেন বর্তমানে অনেকটাই ভালো আছেন তিনি। বক্তব্য শেষে তাঁর সংযোজন, 'আগামী বছরই আবার ছবি পরিচালনায় হাত দিচ্ছি।'