ছোটবেলার স্মৃতি সততই মধুর। কর্মব্যস্ত বর্তমান জটিল সময়ের পথ ধরে হাঁটতে হাঁটতে কার না মাঝেমধ্যে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। তা সে সাধারণ আম-আদমি হন কিংবা সেলিব্রিটি। আর শুধু ছোটবেলার স্মৃতিতে ফেরাই নয়, মাঝে মধ্যে তা সকলের সঙ্গে ভাগ করে নিতেও মন্দ লাগে না। ঠিক যেমনটা ঝটিকা সফরে ছোটবেলায় ফিরে গেলেন অনুপম খের।
অনুপম ছোটবেলায় ভাইবোনের সঙ্গে এক টুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে ভাইবোনের সঙ্গে দেখা যাচ্ছে অনুপমকেও। ছবিতে দেখা যাচ্ছে অনুপমের ভাই রাজু খের আর তাঁর এক বোন তিতলিকেও। ছবি শেয়ার করে অনুপমের ক্যাপশান, আমরা যখন শিশু তখন খুব কমই ভবিষ্যতের কথা ভাবি। হ্য়াজট্যাগে লিখেছেম বিট্টু, তিতলি ও রাজু।
আরও পড়ুন-‘টাবুতে মুগ্ধ, প্রেমে পড়ে গিয়েছি’, অকপট বাঁধন, হয়েছে উপহার দেওয়া-নেওয়া
আরও পড়ুন-'ওঁর আচরণ একসঙ্গে থাকার মতো নয়', শরিফুল রাজকে Divorce-এর চিঠি পাঠালেন পরীমনি
আরও পড়ুন-কিরণকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেন, আলাপ করুন মহেশ ভাটের পরিবারের সঙ্গে…
অনুপমের শেয়ার করা এই ছবিতে হার্ট ইমোজি দিয়েছেন অভিনেতা জ্যাকি শ্রফ। অনুপমের বহু অনুরাগীই এই পোস্টের নিচে কমেন্টে ভরিয়ে দিয়েছেন। নেটপাড়ার কথায় ছোটবেলার ছবি হলেও অভিনেতাকে চিনে নিতে অসুবিধা হয় না। এক অনুরাগী লিখেছেন, ‘অনুরাগের ব্যক্তিত্বের মধ্যে উজ্জ্বলতা তাহলে ছোট থেকেই রয়েছে।’ আর একজন লিখেছেন, 'আপনার ছোটবেলার ছবি দেখেই যে কেউ বলতে পারবেন যে এটা অনুপম খের।'
কাশ্মীরি পণ্ডিত পরিবারে জন্ম অনুপম খেরের। অভিনেতার জন্ম হয় হিমাচলপ্রদেশের শিমলা শহরে। তাঁর বাবা পুষ্করনাথ খের হিমাচলের বনদফতরে চাকরি করতে, আর মা দুলারি খের ছিলেন গৃহকর্ত্রী। অভিনেতারা দুই ভাই, অনুপম ও রাজু। তবে অনুপমের শেয়ার করা এই ছোটবেলার ছবিতে যে মেয়টিকে দেখা যাচ্ছে, তিনি হলেন অনুপমের কোনও তুতো বোন। কাজের ক্ষেত্রে অনুপম খেরকে খুব শীঘ্রই 'ভ্যাকসিন ওয়ার' ছবিতে দেখা যাবে।