‘দেবী চৌধুরাণী’ যে বড় পর্দায় ফিরছেন সেই খবর চলতি বছরের শুরুর দিকেই পাওয়া গিয়েছিল। পরিচলক শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় তৈরি হতে চলেছে এই ছবি। স্বাধীনতা দিবসের দিন বড় আপডেট মিলল এই ছবির। মাঝে কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে আপাতত নাকি স্থগিত রাখা হয়েছে এই প্রজেক্ট। কিন্তু গুজবে জল ঢেলে পরিচালক প্রকাশ্যে আনলেন শুটিং শুরুর দিনক্ষণ।
মঙ্গলবার, ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পরিচালক শুভ্রজিৎ বড় ঘোষণা করলেন। তিনি তাঁর ফেসবুকের পাতায় এই ছবির দুটো পোস্টার পোস্ট করে জানালেন, 'দিনটা মার্ক করে রাখুন। কাউন্টডাউন শুরু হয়ে গেল। আমরা প্রস্তুত দুর্দান্ত একটা ছবি তৈরির সফরের জন্য। আগামী ১৫ নভেম্বর ২০২৩ থেকে শুরু হচ্ছে এই ছবির শুটিং।' এই বিষয়ে বলে রাখা ভালো, শুভ্রজিতের ‘দেবী চৌধুরাণী’ ২০২৪ সালের দুর্গাপুজোর সময় মুক্তি পাবে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলা এই ছবিতে নাম ভূমিকায় থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ভবানী পাঠকের চরিত্র দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। রঙ্গরাজের চরিত্রে থাকবেন অর্জুন চক্রবর্তী। হরবল্লভের চরিত্রে দেখা মিলবে সব্যসাচী চক্রবর্তীর। এছাড়া অন্যান্য ভূমিকায় কিঞ্জল নন্দ, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, প্রমুখকে দেখা যাবে।
কিন্তু ছবি ঘোষণার পর এত দেরি করে শুট শুরু করছেন কেন পরিচালক? আজকালকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, 'এখন ভরা বর্ষা চলছে। আর যেহেতু ঘন জঙ্গলে শুটিং হবে তাই এই ঋতু শেষ না হলে শুটিং করা যাবে না। কারণ আচমকা বৃষ্টি নেমে গেলে সবাইকে ভিজে যেতে হবে।' এছাড়া যদিও আরও একটি কারণ আছে। পরিচালক ছবির ক্ষেত্রে কোনও ফাঁকফোকর রাখতে চাইছেন না। তাঁর ছবির সমস্ত কলাকুশলীরা দারুণ ভাবে নিজ নিজ চরিত্রের জন্য নিজেদের প্রস্তুত করছেন।
আরও পড়ুন: রঙ্গরাজ বদল! শুভ্রজিতের দেবী চৌধুরানীতে এবার ইন্দ্রনীলের জায়গায় অর্জুন, হঠাৎ হল কী
‘দেবী চৌধুরাণী’ হয়ে ওঠার জন্য শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঘোড়া চালানো, লাঠি খেলা, তলোয়ার চালানো সবটাই শিখতে হবে। সব্যসাচী চক্রবর্তী ন্যাচরাল পদ্ধতিতে নিজের লুক পাল্টাচ্ছেন এই ছবির জন্য। বর্ষীয়ান অভিনেত্রী সোহাগ সেন এই ছবির জন্য অভিনেতাদের মহড়া দেওয়াবেন। ভিকি কৌশলের বাবা, শ্যাম কৌশল স্টান্টের দিকটা দেখবেন। সোমনাথ কুণ্ডু থাকছেন মেকআপে।
বিক্রম চট্টোপাধ্যায় এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন। এডিটেড মোশন পিকচার্সের প্রযোজনায় আসছে এই ছবি।
এই বিষয়ে বলে রাখা ভালো দেশপ্রেম, দেশ ভক্তি মূলক এই উপন্যাসের মূল চরিত্র ‘দেবী চৌধুরাণী’কে বাংলার ব্যান্ডইট কুইন বলা হয়ে থাকে। এই উপন্যাসের মাধ্যমেই ইংরেজদের বিরুদ্ধে লেখাকে হাতিয়ার করে তোলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।