বাংলা নিউজ > বায়োস্কোপ > অনস্ক্রিন নাতি'র সঙ্গে প্রেম নিয়ে ফের নয়া গুঞ্জন, মুখ খুললেন 'রানিমা' দিতিপ্রিয়া

অনস্ক্রিন নাতি'র সঙ্গে প্রেম নিয়ে ফের নয়া গুঞ্জন, মুখ খুললেন 'রানিমা' দিতিপ্রিয়া

প্রেমের গুজব ওড়ালেন দিতিপ্রিয়া (ছবি-ইনস্টাগ্রাম)

একসঙ্গে কেন ছোটপর্দা থেকে গায়েব দুজনে? প্রশ্ন নেটিজেনদের মনে। 

কথায় বলে যা রটে তার কিছু তো বটে! তাই দিতিপ্রিয়ার সঙ্গে অনস্ক্রিন নাতি বিশ্বাবসু বিশ্বাসের চর্চিত প্রেমের মুচমুচে গল্প ভুলতে পারছে না টেলিপাড়া। রিয়েল লাইফে দারুণ বন্ধুত্ব দুজনের, একসঙ্গে বেড়াতে যাওয়া থেকে শুরু করে জন্মদিন সেলিব্রেট করা কিংবা ফ্যামিলি ডিনারে অংশ নেওয়া সবই চলে খুল্লমখুল্লা। দুজনের পরিবারের নাকি দীর্ঘদিনের চেনাশোনা। বিশ্বাবসুর দিতিপ্রিয়ার বাব-মা'র ছবি দেখা যায়, আবার দিতিপ্রিয়ার সঙ্গেও বিশ্বাবসুর দিদিমার ছবি মাসখানেক আগে ভাইরাল হয়েছিল। 

সবমিলিয়ে টেলিপাড়ায় রটে যায় পর্দার দিদিমা আর নাতি নাকি প্রেম করেছে! বিশ্বাবসুর সঙ্গে অর্কজার দীর্ঘদিনের প্রেম সম্পর্কে ইতি এই চর্চিত প্রেমের আগুনে ঘি ঢেলেছে তা বলাই যায়। এই প্রেমের খবর অস্বীকার করেছেন দিতিপ্রিয়া। কিন্তু তবুও নতুন করে দিতিপ্রিয়া ও বিশ্বাবসু বিশ্বাসের প্রেমের খবর চাউর হয়েছে। কিন্তু কেন ছড়াচ্ছে এই গুঞ্জন? 

কথায় বলে যা রটে তার কিছু তো বটে! তাই দিতিপ্রিয়ার সঙ্গে অনস্ক্রিন নাতি বিশ্বাবসু বিশ্বাসের চর্চিত প্রেমের মুচমুচে গল্প ভুলতে পারছে না টেলিপাড়া। রিয়েল লাইফে দারুণ বন্ধুত্ব দুজনের, একসঙ্গে বেড়াতে যাওয়া থেকে শুরু করে জন্মদিন সেলিব্রেট করা কিংবা ফ্যামিলি ডিনারে অংশ নেওয়া সবই চলে খুল্লমখুল্লা। দুজনের পরিবারের নাকি দীর্ঘদিনের চেনাশোনা। বিশ্বাবসুর দিতিপ্রিয়ার বাব-মা'র ছবি দেখা যায়, আবার দিতিপ্রিয়ার সঙ্গেও বিশ্বাবসুর দিদিমার ছবি মাসখানেক আগে ভাইরাল হয়েছিল। 

সবমিলিয়ে টেলিপাড়ায় রটে যায় পর্দার দিদিমা আর নাতি নাকি প্রেম করেছে! বিশ্বাবসুর সঙ্গে অর্কজার দীর্ঘদিনের প্রেম সম্পর্কে ইতি এই চর্চিত প্রেমের আগুনে ঘি ঢেলেছে তা বলাই যায়। এই প্রেমের খবর অস্বীকার করেছেন দিতিপ্রিয়া। কিন্তু তবুও নতুন করে দিতিপ্রিয়া ও বিশ্বাবসু বিশ্বাসের প্রেমের খবর চাউর হয়েছে। কিন্তু কেন ছড়াচ্ছে এই গুঞ্জন? 

|#+|

দু-সপ্তাহ আগেই ‘করুণাময়ী রাণী রাসমণি’ থেকে বিদায় নিয়েছেন দিতিপ্রিয়া। জানা যাচ্ছে, অভিনেত্রী এখন ছোটপর্দা থেকে বিরতি নিচ্ছেন, অন্যদিকে ভূপাল (‘রাসমণি’-তে বিশ্বাবসুর চরিত্র)-কেও এই পিরিয়ড ধারাবাহিকে দেখা যাচ্ছে না, অন্যদিকে সম্প্রতি ‘মিঠাই’ ধারাবাহিক ছেড়ে বেরিয়ে দিয়েছেন বিশ্বাবসু বিশ্বাস। কী কারণে মিঠাই ছাড়লেন অভিনেতা, সেই নিয়ে স্পষ্ট কোনও উত্তর মেলেনি।

এর মাঝে আপতত শহর ছেড়ে সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছেন বিশ্বাবসু, সেই ছবিতে অবশ্য অভিনেতাকে একাই দেখা গিয়েছে। কিন্তু অনুরাগীদের মনে প্রশ্ন সত্যি কি একা ঘুরতে গিয়েছেন অভিনেতা, নাকি দিতিপ্রিয়াও সঙ্গে রয়েছেন? যদিও দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সাম্প্রতিককালে ঘুরতে যাওয়ার কোনও ঝলকই উঠে আসেনি। 

দিতিপ্রিয়া এই বিষয় নিয়ে এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ‘আমার সত্যিই কিছু বলার নেই এই বিষয়ে। বার বার একই জিনিস শুনতে হচ্ছে। আমি আগে বহুবার জানিয়েছি যে আমার আর বিশ্বর মধ্যে কোনও প্রেম নেই। আমরা দু'জুনে খুব ভাল বন্ধু। বিশ্বর প্রাক্তন প্রেমিকার নাম (অভিনেত্রী অর্কজা আচার্য) তো সবাই জানে। তার পরও কেন ওর সঙ্গে আমার নাম কেন জড়ানো হচ্ছে? আমি এই কথাটা এক্কেবারে বুঝতে পারছি না'। 

বিশ্বাবসু বিশ্বাস শুধুই বন্ধু, জানালেন দিতিপ্রিয়া
বিশ্বাবসু বিশ্বাস শুধুই বন্ধু, জানালেন দিতিপ্রিয়া

বিশ্বাবসুও দিতিপ্রিয়ার সুরে সুর মিলিয়ে বলেন, ‘এটা গুজব এইটুকুই বলব’। সঙ্গে জানান, এক জন পুরুষ এবং এক জন মহিলা ভাল বন্ধু হলেই মানুষ সেই সম্পর্ক নিয়ে অনেককিছু ভেবে বসেন। কিন্তু সেটা সত্যি এমনটা নয়। সঙ্গে যোগ করেন, ‘এই চিন্তা ভাবনা বদলাতে হবে’। ঘুরতে যাওয়া প্রসঙ্গে তাঁর সাফাই, বাবা-মায়ের সঙ্গে ওড়িশা ঘুরতে গিয়েছেন তিনি।

বন্ধ করুন