বাংলা নিউজ > বায়োস্কোপ > Miss Diva Universe 2022: মিস ডিভা ইউনিভার্স হলেন কর্ণাটকের দিভিতা রাই, উত্তরসুরীকে মুকুট পরালেন হারনাজ

নতুন মিস ডিভাস ইউনিভার্স ২০২২ হিসেবে নির্বাচিত হলেন কর্ণাটকের দিভিতা রাই। ২৩ বছরের এই সুন্দরী তারকা-খচিত অনুষ্ঠানে জিতে নিলেন মিস ডিভা ইউনিভার্সের খেতাব। মিস ইউনিভার্স ২০২১ হরনাজের মাথায় পরিয়ে দিলেন জয়ের খেতাব। তেলেঙ্গানার প্রগ্না আয়াগিরিকে ঘোষণা করা হয় মিস ডিভা সুপারন্যাশনাল ২০২২। ইতিমধ্যেই মিসেস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টা পেজ থেকে ইতিমধ্যেই মুকুট পরিয়ে দেওয়ার আবেগঘম মুহূর্ত শেয়ার করা হয়েছে সোশ্যালে।

রবিবার রাতে হারনাজ সান্ধু মিস ডিভা ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন দিভিতাকে। মিস ইউনিভার্স পেজের তরফ থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে মিস ডিভা ইউনিভার্সের মুকুটে প্রথমে একটা চুমু খেয়ে তারপর তা পরিয়ে দিলেন। এরপর দুই সুন্দরী একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন। দুজনের মাথাতেই মুকুসট আর স্যাশে লেখা তাদের জিতে নেওয়া খেতাব।

কে এই দিভিতা রাই?

কর্ণাটকে জন্ম হলেও দিভিতা ভারতের অনেক শহরেই থেকেছেন বাবার চাকরির কারণে। পেশায় একজন আর্কিটেট আর মডেল। এছাড়া ব্যাডমিন্টন, বাস্কেটবল, ছবি আঁকার শখ আছে। এবার তিনি অংশ নেবেন ৭১তম মিস ইউনিভার্সে যেখানে হারনাজ তাঁর মাথার মুকুট পরিয়ে দেবেন তাঁর উত্তরসূরীকে।

মিস ডিভা ইউনিভার্স জেতার পর মনের ভাব শেয়ার করে নেন দিভিতা, যা মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টা পেজ থেকে শেয়ার করা হয়েছে। যাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘অসাধারণ লাগছে। অবশেষে আমার মাথায় উঠল এই মুকুট। এটা অবিশ্বাস্য। আমার সত্যি বলার মতো ভাষার অভাব পড়ছে। পাগল পাগল লাগছে।’

Miss Diva Universe 2022-এ অংশ নিয়েছিলেন একগুচ্ছ তারকা। ছিলেন ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত, ১৯৬৪-র মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনো, মিস ইন্ডিয়া ১৯৮০ সংগীতা বিজলানি, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪ তনুশ্রী দত্তরা আলো

বন্ধ করুন