কাঞ্চন মল্লিক ফের বিয়ে করছেন। এখবর এতদিনে নেটদুনিয়ায় অনেকেই জেনে গিয়েছেন। পাত্রীর নামও সকলে জানেন। হ্যাঁ,পাত্রী শ্রীময়ী চট্টরাজ। রবিবার প্রকাশ্যে এসেছে জুটির বিয়ের তারিখ। এই ফাল্গুনেই শুভকাজটা সেরে ফেলবেন কাঞ্চন-শ্রীময়ী। যদিও ইতিমধ্যেই আইনত স্বামী-স্ত্রী কাঞ্চন-শ্রীময়ী। প্রেম দিবসে গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেছেন তাঁরা। আর সামাজিক বিয়ে সারবেন মার্চের ৬ তারিখ।
তবে অনেকেই হয়ত জানেন না কাঞ্চন মল্লিকের এটা তৃতীয় বিয়ে। হ্য়াঁ, শ্রীময়ী কাঞ্চনের তৃতীয় বউ হতে চলেছেন। কাঞ্চনের এর আগের বউ অর্থাৎ দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কেই লোকজন তাঁর বউ হিসাবে জানেন। তবে কাঞ্চনের প্রথম স্ত্রী কে, তা হয়তবা অনেকেরই অজানা। তবে কাঞ্চনের প্রথম স্ত্রী হিসাবে না চিনলেও তাঁকে আলাদাভাবে চেনেন অনেকেই। ইনি কে জানেন?
ইনি হলেন অভিনেত্রী অনিন্দিতা দাস। তবে কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী নয়, অনিন্দিতার নিজস্ব আলাদা পরিচয় রয়েছে। টেলিপর্দার বেশ পরিচিত মুখ অনিন্দিতা। নিজের নামেই পরিচিত তিনি। 'চুনি পান্না'য় দিব্যজ্যোতি দত্তের মা হয়েছিলেন তিনি। তারপর 'রোজা', 'গৌরীদান', ‘গৌরী এল’, 'দত্ত অ্যান্ড বৌমা’ সহ বহু সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। 'তুমি আশেপাশে থাকলে' ধারাবাহিকে নায়িকার মায়ের চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অনিন্দিতা দাস। এই মুহূর্তে টেলিপর্দায় নিয়মিত অনিন্দিতাকে দেখছেন দর্শক। ২০০৫ সালে মুক্তি পাওয়া 'হারবার্ট' ছবিতেও অভিনয় করেছিলেন অনিন্দিতা দাস।
এবার নিশ্চয় চিনেছেন কাঞ্চনের প্রথম স্ত্রীকে। প্রথম স্বামী তৃতীয় বিয়ে করতে চললেও এর আগে অনিন্দিতা এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন, তিনি আর বিয়ে করতে চান না। আপাতত বাবা-মা এবং নিজের বিড়াল ছানা-কে নিয়েই এখন সংসার অনিন্দিতার। জানিয়েছিলেন, আর সংসার পাততে চান না। বিয়ে না করবার সিদ্ধান্ত নিয়েছেন তবে লিভ-ইনে বিশ্বাস করেন অনিন্দিতা। তবে যদি দুই সমান চিন্তা-ভাবনার মানুষ যদি এক ছাদের তলায় থাকতে চায়, তাহলে মন্দ হয় না বলে জানিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত অনিন্দিতা যখন কাঞ্চনকে বিয়ে করেছিলেন, সেসময় তাঁদের দুজনেরই ছিল অল্প বয়স। তখন কাঞ্চনও যে খুব প্রতিষ্ঠিত ছিলেন তা নয়। তবে সাড়ে ৭ বছরের দাম্পত্য জীবন ছিল অনিন্দিতা ও কাঞ্চনের। পরে তাঁরা আলাদা হয়ে যান। তবে সেই বিয়ের কথা তুলে এখন আর পুরনো কাসুন্দি ঘাঁটতে চান না অনিন্দিতা। মা-বাবা, পোষ্য আর কাজ নিয়েই সুখী জীবন তাঁর।